সোমবার উপনির্বাচনের জন্য মোট পাঁচটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে না হেঁটে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, নৈহাটি ও মেদিনীপুর কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে লাল শিবির। এবার রাজ্যে ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। মঙ্গলবার রাতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ পঞ্জাবের চার কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ছয় বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কেসি ভেন্যুগোপাল। কোচবিহারের সিতাইয়ে হরিহর রায় সিংহ, আলিপুরদুয়ারের মাদারিহাটে বিকাশ চম্প্রমারি, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পরেশনাথ সরকার এবং হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা আসনে শ্যামলকুমার ঘোষ, বাঁকুড়ার তালড্যাংরায় তুষারকান্তি সন্নিগ্রাহী উপনির্বাচনে ‘হাত’ প্রতীকে লড়বেন বলে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। ১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট, ২৩ নভেম্বর ফল ঘোষণা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post