প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-এর দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল ও থিয়োরি পরীক্ষার সময়সূচি।১ জানুয়ারি থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল। থিয়োরি পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। সম্পূর্ণ সূচি পাওয়া যাবে cbse.gov.in-এ। উভয় শ্রেণির সব বিষয়ের প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে দিয়েছে বোর্ড। নোটিস দিয়ে জানানো হয়েছে, অনেক সময় স্কুলগুলো প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর আপলোড করতে ভুল করে। এবারে যাতে তা না হয় সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি সহজে ও সঠিকভাবে সমস্ত পরীক্ষাগুলো পরিচালনার জন্যও স্কুলগুলোকে বিস্তারিত তথ্য দিয়েছে বোর্ড। প্রতিটি বিষয়ের জন্য সর্বোচ্চ নম্বর নির্ধারণ করা হয়েছে ১০০। এই নম্বর লিখিত, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ পরীক্ষার মধ্যে বণ্টন করা হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কুলকে সঠিকভাবে সমস্ত নম্বর আপলোড করতে হবে। একবার আপলোড করা সংখ্যা আর পরিবর্তন করা যাবে না। ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে একজন পড়ুয়া পরীক্ষায় বসার অনুমতি পাবে।
বাংলাদেশকে চাপ দিতে শুরু করেছে ভারত। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা ভারতের। ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমারের মত...
Read more
Discussion about this post