অবশেষে পূর্ণিমা কান্দুর বাড়িতে ফরেনসিক দল। দুর্গাপুর থেকে ফরেনসিক দলের কয়েকজন সদস্য পূর্ণিমার বাড়িতে গিয়ে সেই ঘর থেকে নমুনা সংগ্রহ করেন, যেখানে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় পূর্ণিমা কান্দুকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেই সময় থেকে তালা বন্ধ ছিল সেই ঘর, সেখানে ছিল পুলিশি পাহারা। বুধবার সেই ঘরের তালা খুললো ফরেনসিক দল, সঙ্গে ছিল ঝালদা থানার পুলিশ। ঝালদা পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার পূর্ণিমা কান্দু, তার স্বামী ২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন। তিনি হাইকোর্টে গিয়ে স্বামীর হত্যার সিবিআই তদন্তের আদেশ নিয়ে আসেন। তার কিছুদিন কাটছে না কাটতেই তার নিজের বাড়িতেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। সেই রহস্যের কিনারা করতেই বুধবার ঘটনার স্থলে পৌঁছায় ফরেনসিক টিম। সম্প্রতি ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে উল্লেখ রয়েছে, পেট থেকে ক্ষতিকারক পদার্থ পাওয়া গিয়েছে। কী সেই ক্ষতিকারক পদার্থ, তা স্পষ্ট নয়। মিঠুন কান্দুর বক্তব্য ছিল, স্লো পয়জন দিয়ে মারা হয়েছে তাঁর কাকিমাকে। জেলার কংগ্রেস নেতৃত্বও চেয়েছিল পূর্ণিমার মৃত্যুর সঠিক কারণ সামনে আসুক।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post