থ্রেট কালচার কথাটি গত আড়াই মাসে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর পর এই থ্রেট কালচার বিষয়টি সামনে আসে। এরপরই এই নিয়ে নানান বিতর্ক শুরু হয়। এই থ্রেট কালচারে অভিযুক্তদের নটোরিয়াস ক্রিমিনাল বলার জেরে এবার জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। জুনিয়র ডাক্তারদের এহেন অভিযোগের পরই অনিকেতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী ফেসবুকে লেখেন, ‘মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের। লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।’এ বিষয়ে অতনু বিশ্বাস বলেছেন, “সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং শীর্ষ পুলিশকর্তাদের উপস্থিতিতে, আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগ করা হয়েছে। এটা এক ধরনের কালিমালিপ্ত করার চেষ্টা।” অতনু জানিয়েছেন যে, তিন দিনের মধ্যে অনিকেতকে ক্ষমা চাইতে হবে, না হলে তিনি হাই কোর্টে মানহানির মামলা করবেন। এখনও পর্যন্ত অনিকেত মাহাতোর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post