যে কোনও উৎসবের দিনেই যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালায় রেল। এর আগে দুর্গাপুজোর দিনগুলিতেও বাড়তি ট্রেন চালিয়েছিল রেল। শিয়ালদা-হাওড়া ডিভিশনে যাত্রীদের চাপ সামলাতে পুজোর দিনগুলিতে অতিরিক্ত পরিষেবায় দারুণ সুবিধা হয়েছিল যাত্রীদের। একই ব্যবস্থা থাকছে দীপাবলিতেও। রেল সূত্রে খবর, যাত্রীরা যাতে সংশ্লিষ্ট রুটে পছন্দের যেকোনও গন্তব্যেই যেতে পারেন, তার জন্য এই বিশেষ ট্রেনগুলি ওই যাত্রাপথের প্রত্যেকটি স্টেশনেই থামবে। ফলে যাত্রীদের বিশেষ সুবিধা হবে।মধ্যরাতে ঠাকুর দেখে বাড়ি ফিরবেন? জেনে নিন স্পেশাল ট্রেনের সময়সীমা। শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল: ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছবে। শিয়ালদহ-বারাসাত-শিয়ালদা ইএমইউ স্পেশাল: শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছবে। শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদা ইএমইউ স্পেশাল: শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে। শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা ইএমইউ স্পেশাল: শিয়ালদা থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছবে। এছাড়া শিয়ালদা সেকশনে বৃহস্পতিবার সপ্তাহের অন্যান্য দিনের মতো পরিষেবা চলবে। ট্রেনগুলি সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে।
কুয়াশায় ঢাকছে গোটা রাজ্যের ভোরের আকাশ। বইছে উত্তুরে হাওয়া। ক্রমশ কমছে তাপমাত্রা। দিনভর হিমেল আবহাওয়া থাকলেও, ভোরে ও সন্ধেয় অনুভূত...
Read more
Discussion about this post