আর মাত্র কিছুক্ষণ তারপরেই রয়েছে কালীপুজো। এদিকে কালীপুজোকে কেন্দ্র করে কলকাতা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় সাজে সাজো রব রয়েছে। সেই সঙ্গে পুজোকে ঘিরে রীতিমতো সকলের প্রস্তুতিও তুঙ্গে রয়েছে। যদিও আজ কথা হবে নৈহাটি নিয়ে। কালীপুজোর কথা হবে আর নৈহাটির প্রসঙ্গ উঠবে না সেটা তো হতেই পারে না। ভিড়ের কথা ভেবে এ বার নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার দিন নৈহাটি লোকাল-সহ অন্যান্য লোকাল ট্রেন না ছাড়ার জন্য রেলকে অনুরোধ জানিয়ে চিঠি দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ৩১ অক্টোবর কালীপুজোর দিন থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওই প্ল্যাটফর্ম বন্ধ রাখার অনুরোধ করেছেন রেলের কাছে। ১ নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়। দীপাবলি উপলক্ষে মেট্রো পরিষেবায়ও বিশাল বদল এনেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিন কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়, দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ১০টা ৪৮-এ। দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪৮, ১০টা ৮, ১০টা ২৮ এবং ১০টা ৪৮-এ শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ থেকে রাত ১০টা, ১০টা ২০, ১০টা ৪০ এবং ১১টায় শেষ মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে রেল সূত্রে। নীল লাইনে প্রতিদিলের ২৯২টি মেট্রোর জায়গায় এই দিন ১৯৮টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে।অন্য দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো, অর্থাৎ সবুজ লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে- ১০৬টির জায়গায় ৯০টি মেট্রো চলবে।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post