৩০ ফুটের কালী প্রতিমা পড়ে গেল পড়ে গেল হুড়মুড়িয়ে। কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি। কিভাবে পড়ে গেল বুঝে উঠতে পারছেন না কারিগরেরা। অন্য মূর্তি এনে পুজো হবে এবং মেলাও হবে জানালেন উদ্যোক্তাদের মধ্যে থেকে তাপস ঘোষ। আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের পুজো বহু বছরের পুরনো। প্রতিবারই তাদের মূল আকর্ষণ ৩০ ফুটের কালী প্রতিমা। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজো এই পুজো মণ্ডপে বড় প্রতিমা দেখতে ভিড় জমান। এছাড়া ওই পুজোকে কেন্দ্র করে খেলার মাঠে মেলার আয়োজনও করা হয়। কালীপুজো এবং মেলাকে কেন্দ্র করে সাতদিন ধরে জমজমাট হয়ে থাকে গোপালনগর। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আর এমন পরিস্থিতিতে কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি। কেমন করে পড়ে গেল বুঝে উঠতে পারছেন না কারিগররা।এই ঘটনার নেপথ্যে ঘূর্ণিঝড় ‘দানা’ আছে বলে মনে করা হচ্ছে। আর তার জেরে ঝড়বৃষ্টি হয়েছিল। তাতেই ঠিকমতো শুকোয়নি প্রতিমা। তার ফলে এমন বিপত্তি ঘটেছে। কিন্তু পুজোর ঠিক একদিন আগে এইভাবে কালী প্রতিমাটি পড়ে যাওয়ায় রীতিমত হতাশ ক্লাবের সদস্যরা। তাঁদের বক্তব্য, এই বছর অন্তত আর তিরিশ ফুটের এই কালী প্রতিমা দেখার সুযোগ হবে না। কিন্তু মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অন্য বড় প্রতিমা নিয়ে এসে পুজো করা হবে। সবাই যেন তাঁদের পাশে থাকে সে আবেদন করেন।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post