শাসক দলের সঙ্গে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সংঘাত নতুন নয়। একাধিক ইস্যুতে সবুজ শিবিরকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন শ্রীলেখা। কটাক্ষ করেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কেও। এবার ভূত চতুর্দশীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে নবান্নের বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেন অভিনেত্রী। যার পাল্টা দেন দেবাংশু ভট্টাচার্য। এদিন ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘চৌদ্দ বাতি , চৌদ্দ শাক । চৌদ্দ তলা , নিপাত যাক’। শ্রীলেখার এই পোস্টে চৌদ্দ তলা দেখে বুঝতে অসুবিধা হওয়ার জন্য, নবান্নের চৌদ্দ তলায় বসা মুখ্যমন্ত্রীর শাসনের অবসানের কথাই উঠে এসেছে তাঁর পোস্টে। শ্রীলেখার পোস্টে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এটা দারুণ’। এদিন দেবাশিস দত্ত নামক এক ব্যক্তি তাঁর ফেসবুক প্রোফাইলে শ্রীলেখা মিত্রর পোস্টের জবাবে পাল্টা হিসেবে লেখেন, ‘১৪ শাক / ১৪ প্রদীপ / নবান্নের ১৪ তলা / তিনটিই মঙ্গলসূচক / শাস্ত্রে আছে বলা।’ সেই পোস্ট এদিন শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্য। ক্যাপশনে লেখেন হৃদয় ইমোজি। বহু মানুষ দেবাংশুর এই পোস্ট শেয়ার করেছেন, পক্ষে বিপক্ষে মতামতও জানিয়েছেন অনেকেই।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post