রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের ৷ সেই চিন্তা খানিক দূর করতে এক অভিনব কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নিজেদের সুরক্ষা যাতে মেয়েরা নিজেরাই করতে পারেন, তার জন্য ‘অভয়া প্লাস’ নামে এক প্রকল্প চালু করতে চলেছেন তিনি ৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বাংলার রাজ্যপালের দায়িত্বে ২ বছর পূর্তিতে এই সঙ্গে আরও একাধিক কর্মসূচির ঘোষণা করলেন সিভি আনন্দ বোস ৷ ২৫০ জায়গায় পরিদর্শনে যাবেন সি ভি আনন্দ বোস। জনজাতি অধ্যুষিত এলাকায় যাবেন রাজ্যপাল। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে যাবেন সি ভি আনন্দ বোস। কেউ ফোন করলেই, সেই এলাকায় যাবেন আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বছরপূর্তিতে ৯টি কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যপাল।
১। ফাইল টু ফিল্ড – রাজ্যের মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
২। দুয়ারে রাজ্যপাল বা গর্ভনর- আপনার দরজায় রাজ্যপাল- এই কর্মসূচিতে রাজ্যপাল উপজাতীয় অঞ্চলগুলি পরিদর্শন করবেন এবং বিশেষ করে যারা ধরণের দুর্দশাগ্রস্ত, নিঃস্ব এবং দুর্বল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে থাকেন তাদের সঙ্গে কথা বলবেন।
৩। ক্যাম্পাসে রাজ্যপাল- এই কর্মসূচিতে রাজ্যপাল স্কুল – কলেজের ক্যাম্পাস পরিদর্শন করবেন। পুড়ুয়া -শিক্ষকদের সঙ্গে কথা বলবেন।
৪। জন কি বাত- রাজ্যপালের সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করতে ইচ্ছুক তাদের কথা শুনবেন তিনি।
৫। রাজ্যপাল গোল্ডেন গ্রুপ -যারা সমাজের জন্য কিছু করতে চান বা উপকার করতে চান তারা যদি আবেদন করেন তার সুবিধে করে দেবেন।
৬। রাজ্যপাল স্কলারশিফ স্কিম- মেধাবী ও অভাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদান করা হবে।
৭। রাজ্যপাল পুরষ্কার -এই প্রকল্পের অধীনে যারা বিভিন্ন ক্ষেত্রে জীবনকে সমৃদ্ধ করার জন্য অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হবে।
৮। নাগরিক সংযোগ- রাজ্যপাল একাধিক প্ল্যাটফর্ম ও বিভিন্ন উপায়ে নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।
৯। অভয়া প্লাস- মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কোর্সের ব্যবস্থা করা হচ্ছে।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের তেমন সুসম্পর্ক ছিল না। এর পর রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সি ভি আনন্দ বোস। তাঁর সঙ্গে প্রথম দিকে রাজ্যের সম্পর্ক বেশ ভালোই ছিল। একসময় রাজ্যপালকে বাংলা শেখানোর জন্য বিশেষ উদ্যোগও নেওয়া হয়। তবে সম্প্রতি একের পর এক ইস্যুতে রাজ্যপাল ও রাজ্য সরকার দ্বন্দ্বে জড়ায়। ক্ষমতায় আসার দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যপালের একাধিক কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Discussion about this post