কোর কমিটির সদস্য সংখ্যা নিয়ে বিস্ফোরক বক্তব্য অনুব্রত মণ্ডলের। ‘কোর কমিটি বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে’, তাই কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেবেন৷ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বসে এমনটাই জানালেন অনুব্রত মণ্ডল। বর্তমানে ৫ সদস্যের কোর কমিটি রয়েছে। অনুব্রত মণ্ডলের বক্তব্য, ১১ থেকে ১৫ জনের কোর কমিটি করা উচিত৷ এদিন বোলপুরের দলীয় কার্যালয়ে তাঁর স্পষ্ট কথা, ‘‘যে কোর কমিটি হয়েছে সেটি বোলপুরমুখী হয়েছে। সব জায়গায় সব স্তরের প্রতিনিধি নেই।” কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘‘দলনেত্রী এই কমিটি গড়ে দিয়েছিলেন। তাঁর কাছে দলের ভালোর জন্য যে কেউ প্রস্তাব দিতেই পারেন। দলীয় নেত্রী যা বিবেচনা করবেন, নির্দেশ দেবেন আমরা সেভাবেই চলব।’’ উল্লেখ্য, গোরু পাচার মামলায় অনুব্রত যখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভাকেন্দ্র ভিত্তিক ৫ সদস্যের নয়া কোর কমিটি তৈরি করে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি প্রভাব বেশি অনুব্রত ঘনিষ্ঠদেরই। বস্তুত, কোর কমিটিতে বাদ পড়েছিলেন অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। পরে অবশ্য তাঁকে কমিটিতে নেওয়া হয়। জেলমুক্তির পর ফের বীরভূমে দলের রাশ হাতে তুলে নিয়েছেন তিনি। কিন্তু সেই কোর কমিটি তুলে দেওয়া হয়নি। যদিও এই কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। এবার কালীপুজোর পর কোর কমিটির বৈঠক ডাকবেন বলে ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল।
রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন অ়ঞ্চলে। এবার এরই মাঝে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে...
Read more
Discussion about this post