ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নিরাপত্তা কমিয়ে দিল ওড়িশার বিজেপি সরকার। নয়া বন্দোবস্তে নবীনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন মাত্র দুজন কনস্টেবল। এত দিন রাজ্য সরকারের ‘জ়েড’ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তিনি। এ বার তা কমিয়ে ‘ওয়াই’ ক্যাটেগরি করা হয়েছে। তবে প্রয়োজনমতো এই নিরাপত্তা বাড়ানো হতে পারে বলে খবর সরকারি সূত্রে। সংবাদ সংস্থা পিটিআইকে এক আধিকারিক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতেই নবীনের নিরাপত্তা কমানো হয়েছে।ওই আধিকারিক জানিয়েছেন, সাধারণত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু’জন নিরাপত্তাকর্মী থাকেন। এর পর কখনও প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিরোধী দলনেতা হিসাবে যখন তিনি ভুবনেশ্বরের বাইরে কোথাও যাবেন, তখন স্থানীয় থানা থেকেই প্রয়োজন অনুসারে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যদিও পিটিআই জানিয়েছে, নবীন ব্যক্তিগত ভাবে দু’জন প্রাক্তন সিনিয়র পুলিশ আধিকারিককে নিরাপত্তার কাজে নিযুক্ত করেছেন। উভয়েই সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তবে তিনি ভুবনেশ্বরের বাইরে গেলে স্থানীয় পুলিশকর্তারা তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে এভাবে নবীনের নিরাপত্তা কমে যাওয়াটাকে বিজেডি রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখছে। আসলে নিরাপত্তা কমে যাওয়াটাকে ভারতীয় রাজনীতিতে অনেকসময় ‘সম্মানহানি’ বা গুরুত্ব কমে যাওয়া হিসাবেও দেখা হয়।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post