উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার রাতে বাড়িতে ঢুকে এক সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই সাংবাদিকের বন্ধু ও বিজেপি সংখ্যালঘু সেলের নেতা। তিনিও আহত হয়েছেন। এদিন রাতে তিনি ও তাঁর বন্ধু বিজেপি নেতার বাড়িতে ডিনার করছিলেন। আচমকাই সাইনির একটি ফোন আসে। এরপর তিনি দরজা খুলতেই তাঁর উপর হামলা হয়। অভিযোগ, দুস্কৃতীরা বাড়িতে চড়াও হয় এবং কুপিয়ে খুন করে। গুলি চালানোর অভিযোগ ও রয়েছে। ঘটনার সময় সাংবাদিকের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু বিজেপি নেতা শাহিদ খান। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হন। ঘটনার পরে ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান সাংবাদিক সাইনি। পুলিশ জানিয়েছে, দিলীপ এবং শহিদকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁদের কানপুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় দিলীপের। শহিদের চিকিৎসা চলছে। ফতেপুর পুলিশের প্রধান ধবল জয়সওয়াল বলেন, “দিলীপ সাইনিকে কোপানো হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মৃত অভিযুক্তদের চিনতেন। তাঁদের সঙ্গে কিছু নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা মামলা দায়ের করেছি। তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” জানা গিয়েছে হামলাকারীদের ৯ জনই ছিল দুই বন্ধুর পরিচিত। বাকি কাউকেই চিনতেন না। তাই মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা লোক ভাড়া করেছিল। চারজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post