মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক মন্তব্যকে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার খাড়গে তাঁর দলের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছিলেন, ভোটের প্রচারে মানুষকে ততটুকুই প্রতিশ্রুতি দেওয়া উচিত, যা সরকার গঠন করলে বাস্তবে পূরণ করা সম্ভব। আর্থিক দায়দায়িত্ব ভেবেচিন্তেই প্রতিশ্রুতি দেওয়া উচিত বলে খাড়গে বোঝাতে চেয়েছিলেন দলের নেতাদের। গতকাল, শুক্রবার কর্নাটকে কংগ্রেসের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আক্রমণ করেন মোদি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘কংগ্রেস এখন বুঝতে পারছে, অবাস্তব প্রতিশ্রুতি দেওয়াই যায়। কিন্তু তাকে কার্যকর করা কতটা কঠিন বা অসম্ভব। প্রচারের পর প্রচারে তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। যেগুলি তারা নিজেরাও জানে কখনও পূরণ করা সম্ভব নয়। এখন ওদের সব কিছু ফাঁস হয়ে গিয়েছে।’ সেই সঙ্গেই প্রধানমন্ত্রীর দাবি, কর্নাটকে ভোটের আগে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। শনিবার খাড়গে পালটা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এক্স হ্যান্ডলে জানতে চেয়েছেন, ‘আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কী হল? মিথ্যা, প্রতারণা, ভুয়ো প্রতিশ্রুতি, লুট এবং প্রচার হল আপনার সরকারকে বোঝানোর সেরা পাঁচটি বিশেষণ। ২০২৪ সালের ১৬ মার্চ ১০০ দিনের কাজ নিয়ে আপনার ঢক্কানিনাদ আসলে ছিল সস্তা পিআর স্টান্ট। আপনি তো দাবি করেছিলেন ২০৪৭ সালের রোডম্যাপ তৈরি করতে আপনারা ২০ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত আরটিআই জমা পড়তেই তা জানাতে অস্বীকার করা হয়েছে। এর থেকে আপনার মিথ্যেটাই ধরা পড়ে গিয়েছে।’ সদ্য সমাপ্ত হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ টেনে মোদী লেখেন, “কংগ্রেসের এই ভুয়ো প্রতিশ্রুতি নিয়ে দেশের মানুষকে সরব হতে হবে। আমার দেখেছি, হরিয়ানার মানুষ কীভাবে কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি ছুড়ে ফেলে দিয়েছেন। এবং একটা স্থায়ী সরকারকে বেছে নিয়েছেন।”
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post