পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যে তৈরি হয়েছে পলিটিক্যাল স্ট্র্য়াটেজিস্ট প্রশান্ত কিশোরের গঠিত সরকার। জানলে অবাক হবেন, এই ১০ রাজ্য থেকে পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়েছেন এই ভোটকুশলী? যদিও এবার সক্রিয় রাজনীতির পথে হাঁটা শুরু করেছেন প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে তিনি জানালেন, কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটকুশলীর কাজ করার জন্য নির্বাচন পিছু একশো কোটি টাকা টাকা নেন তিনি! তাঁর দাবি, দেশের দশটি রাজ্যে এই মুহূর্তে যে সরকার চলছে তা আসলে তাঁরই তৈরি করে দেওয়া কৌশলের ফলশ্রুতি। ভোটকুশলী হিসেবে তিনি রাজনৈতিক দলগুলির থেকে কত টাকা পারিশ্রমিক নিতেন, তা নিয়ে ‘জন সুরাজ পার্টি’র এক কর্মসূচিতে বড় দাবি করলেন তিনি। বাংলায় তৃণমূল কংগ্রেস হোক কি পঞ্জাবে কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকের মতো দলকে পরামর্শ দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন প্রশান্ত কিশোর। এই নিয়ে বিহারের বেলাগঞ্জে এক কর্মসূচি চলাকালীন তিনি বলেন, ‘এক একটি নির্বাচনে পরামর্শ দেওয়ার জন্য আমি ১০০ কোটি টাকা বা তার বেশি নিয়েছি।’ ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ড্যামেজ কন্ট্রোল করে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল।তারপর পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট ও গত বিধানসভা ভোটেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত ছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার পরামর্শে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এক একটি নির্বাচনের জন্য ঘাসফুল শিবিরকেও ১০০ কোটি টাকা দিতে হয়েছে। প্রশান্তকে বলতে শোনা যায়, তাঁকে বলতে শোনা যায়, ”আপনারা কি মনে করেন আমার প্রচারের তাঁবু খাটানোর খরচের অর্থও আমার কাছে নেই? আপনারা ভাবেন আমি দুর্বল? বিহারে আমার মতো ফি নেওয়ার কথা কেউ শোনেননি। যদি কোনও নির্বাচনে আমি পরামর্শ দিই তাহলে সেজন্য ১০০ কোটি নিই। কখনও এরও বেশি। আগামী দুই বছরে আমি আমার সব প্রচারের খরচ চালাতে পারি কেবল একটি নির্বাচনী পরামর্শের টাকা থেকেই।” প্রসঙ্গত, সর্বভারতীয় রাজনীতিতে ভোট কৌশলবিদ হিসেবে প্রশান্ত কিশোর এক পরিচিত নাম। অতীতে তিনি নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, কে চন্দ্রশেখর রাও, জগন্মোহন রেড্ডির মতো নেতাদেরও নির্বাচন কৌশল পরিচালনা করেছেন। কিন্তু বিহারে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি পুরোদমে রাজনীতিতে করছেন।
শীতের আমেজ বহাল থাকলেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহান্তে আবার উষ্ণতা বাড়বে, তেমন ভাবেই আজ সকাল...
Read more
Discussion about this post