তন্ময় ভট্টাচার্যকে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে সিপিএম নেতা বারবার বলেছেন, তিনি ইয়ার্কি করেন। এবং তাঁর চেনা পরিচিত সকল সাংবাদিকদের সঙ্গেই তিনি হাসিঠাট্টা করে থাকেন। তবে কোলে বসে পড়ার ঘটনা অস্বীকার করেছেন তিনি। এবার এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতার বড় বৌদি। তিনি জানান, ‘ওই ইন্টারভিউয়ের জন্য আমিই তন্ময়কে ঘুম থেকে তুলেছিলাম। ওই সাংবাদিককে চা দিয়েছিলাম। ওই তরুণী অসম্ভব কথা বলছেন। মুখে কোনও কথা ইয়ার্কির মতো করে বলা আলাদা বিষয়। কিন্তু কোলে বসা নিয়ে তিনি যে দাবি করেছেন তা অসত্য। ওই দিন ওঁরা আমার চোখের সামনেই ছিলেন। ওই সাংবাদিক এর আগেও বহুবার আমাদের বাড়িতে এসেছেন তন্ময়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। বড় কথা ওই তরুণী সাংবাদিকের সঙ্গে তাঁর ক্যামেরাম্যান ছিলেন। যদি সত্যিই এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে তখন তিনি কী করছিলেন? আমাদের বাড়ির জানালা দরজা সবটাই খোলা ছিল। রাস্তার উপর আমাদের বাড়ি। কোনও কিছুই গোপন রাখা নেই।’ যদিও মহিলা সাংবাদিকের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও নানা ভাবে তন্ময় তার সঙ্গে ‘অন্যরকম’ ব্যবহার করেছেন। তবে এবার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি বাধ্য হয়েছেন সকলকে সবটা জানাতে। সোশ্যাল মিডিয়ায় মহিলা সাংবাদিক লেখেন, ‘চার বছর ধরে সাংবাদিকতা করছি। কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার। আমি বিষয়টাকে কোনওভাবে কন্ট্রোল করে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারব না।’ যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে বামনেতা।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post