অক্টোবরে দুর্গাপুজো লক্ষী পুজো ও দীপাবলি তো গেল, তবে নভেম্বরও উৎসব কিন্তু কম যায় না। এই মাস জুড়েও ভাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো বা আরও কিছু না কিছু উৎসব লেগেই আছে। এবার চলতি মাসে
উৎসবের মরসুমে চিন্তা বাড়ছে সুরা প্রেমীদের। ইদানীং যে কোনও আনন্দ উৎসবের সঙ্গে মদ্যপান অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু সবার বাড়িতে তো আর আগাম সুরা মজুত থাকে না। তাই অনেকেই আড্ডা বসলে এক বৈঠকেই সুরার বোতল কিনে এনে তা উপভোগ করেন। শেষ হয়ে গেলে ফের কিনতে যেতে হয়। আগে থেকে স্টক থাকেনা।
আর এরকমই কোনও এক বৈঠকের দিনে কিনতে গিয়ে যদি না মেলে সুরা? এবার প্রশ্ন কেন মিলবেনা সুরা?মূলত ড্রাই ডে ঘোষিত হলে মদের দোকান বন্ধ থাকে। আর তখনই কোনও ভাবেই দোকানে মিলবেনা সুরা।
এবার জেনে নেওয়া যাক কী এই
ড্রাই ডে? এই দিন মদের বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় সরকারের তরফে। সাধারণত, ধর্মীয় সাংস্কৃতিক বা জাতীয় দিন উদযাপনের ক্ষেত্রে মদ বিক্রিতে না করা হয়। রাজ্যভিত্তিতে কিছু কিছু দিন বদলে যায়। এছাড়াও যেমন গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসে দেশ জুড়ে থাকে ড্রাই ডে।
আর এবার এই নভেম্বরেই ঘোষণা করা হল ড্রাই ডে। কবে পালিত হচ্ছে নভেম্বরে এরকম ড্রাই ডে? আসুন সেই তালিকা দেখে নেওয়া যাক। সাপ্তাহিক ড্রাই ডে ছাড়া নভেম্বরে আর দুটি মাত্র ড্রাই ডে রয়েছে। একটি, ১৫ নভেম্বর, শুক্রবার। এদিন গুরু নানক জয়ন্তী। দ্বিতীয় দিনটি ২৪ নভেম্বর, রবিবার। এদিন গুরু তেগ বাহাদুর শাহীদি দিবস।
তবে এই ড্রাই ডে এর বিধিনিষেধ শুধু কলকাতায় নয়। রাজধানী দিল্লিতে এই দু’দিনই বন্ধ থাকবে মদের দোকান।
Discussion about this post