আরজি কর কাণ্ডের পর থেকেই নারী নিগ্রহের যেকোনও ঘটনার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। এমনকি, বাম শিবির তন্ময় ভট্টাচার্য এবং সোমনাথ ঝাঁ-এর ঘটনায় সাময়িকভাবে অস্বস্তিতে পড়লেও তাঁদের বহিষ্কৃত করতে দু’বার ভাবেনি দল। আর এবার নারী নিগ্রহের ঘটনায় এক ব্যাতিক্রমী পদক্ষেপ নিল সিপিএম। জোড়া ঘটনার পর এবার আলিমুদ্দিন স্ট্রিটে বসানো হল তিলোত্তমা ‘ড্রপ বক্স’। সূত্রের খবর, দলের বিভিন্ন দপ্তরে এই ড্রপ বক্স থাকবে। সেখানে সাধারণ মহিলারা তাঁদের বিরুদ্ধে অপরাধ হয়ে থাকলে আইনি সহায়তার আবেদন করতে পারবেন। দলের ছাত্র-যুব সংগঠনকে বলা হয়েছে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ড্রপ বক্স বসাতে। পার্টির মহিলা কর্মী ও পার্টির বিভিন্ন সংগঠনের মহিলা সদস্যরাও এই ড্রপ বক্সে অভিযোগ জানাতে পারবে। শুধু তাই নয়, সাধারণ কোনও মহিলারাও নিগ্রহের শিকার হলে ‘তিলোত্তমা ড্রপ বক্সে’ সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি আইনি সহায়তার জন্য আইনজীবী সেলের সাহায্যও নিতে পারেন নিগৃহীতা। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় গেটে এই তিলোত্তমা ড্রপ বক্স থাকবে বলে জানা গিয়েছে। ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই এই বক্সে অভিযোগ জানাতে পারবেন।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post