আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের যাবে না ভারত। রবিবার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেল। আই সি সি পাকিস্তান বোর্ডকে লিখিত আকারে জানিয়ে দিয়েছে যে সে দেশে ভারতের ক্রিকেট দল খেলতে যাবে না। ভারতীয় বোর্ডের ইমেল পাওয়ার পরই পাক বোর্ডকে এ কথা জানিয়েছে আইসিসি। ভারতের ম্যাচগুলি হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। পাক বোর্ডের তরফ এখনও আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া মেলেনি। যদিও শুক্রবার পিসিবি প্রধান মহাসিন নকভি জানিয়েছিলেন, লিখিতভাবে আইসিসি থেকে কোন চিঠি পেলে তবেই আনুষ্ঠানিক সূচি ঘোষণা করবে পাকিস্তান। এইরকম পরিস্থিতিতে ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা ছাড়া উপায় নেই পিসিবির। অর্থাৎ ভারতের ম্যাচগুলি হবে অন্য দেশে। যদিও অক্টোবরের শুরুতে সংবাদ সংস্থা পিটিআইকে নাকভি বলেছিলেন, ভারতীয় দলের অবশ্যই আসা উচিত। আমার মনে হয় না ওরা বাতিল করবে বা আসা পিছিয়ে দেবে ।চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা সব দেশকে স্বাগত জানাতে তৈরি।” নাকভি একথা বললেও ভারতীয় বোর্ডের অবস্থান আলাদা ছিলই । বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্ল বলেছিলেন, যে কোন বিদেশ সফরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াযই নিয়ম ভারতীয় ক্রিকেট দল কোন দেশে সফরে যাবে কিনা তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করে।”
আগামী 22 শে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলির চারপাশে প্রচুর ভক্তের ভীড়৷ বিরাট...
Read more
Discussion about this post