,: কেকেআর ২০২৪ আইপিএল এর চ্যাম্পিয়ন দল। কেকেআর হারুক বা জিতুক দলের পাশে শাহরুখ খান সব সময় থেকেছেন। যে কোন পরিস্থিতিতে ক্রিকেটারদের মনোবল বাড়িয়েছেন তিনি। বরাবর দলের পাশে থেকেছেন তাদের ভালো সময় হোক বা খারাপ। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বলেছিলেন, তিনি পারলেএই দলটাকে আজীবন রেখে দিতে যেতে চান। জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা একবার হঠাৎ করেই শাহরুখকে প্রশ্ন করেন….আপনি মুম্বাইয়ের বাসিন্দা হয়ে আইপিএলে কেকেআর দল কিনলেন কেন ?এর পেছনে কোন আলাদা কারণ রয়েছে !,এই প্রশ্নের জবাব শাহরুখ খান বলেন খুব সহজ এবং সাধারণ কারণটা। দিল্লিতে কোন অনুষ্ঠান হলেই বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয়। তুমি সেটা দেখেছো নিশ্চয়। ফলে দিল্লি স্টেডিয়াম থেকে তেমন উপার্জনই হয় না… ওয়াংখাড়েতে আমার ঢুকতে বাধা। তাই আমি যেখানে মমতা পেয়েছি সেখানে চলে গিয়েছি। শাহরুখ খান সেদিন ঘুরিয়ে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বলেছিলেন। এমনিতে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শাহরুখের ভালো সম্পর্ক। শাহরুখ খান কি তবে কথায় কথায় বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্র্যাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন ।যদিও কিং খান সেদিন সরাসরি কিছু বলেননি
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post