বিগত কয়েকদিন ধরেই ফের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে বাংলাদেশে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারকে নিশানা করছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। দেশে ফের ভোট করানোর দাবিও জানিয়ে আসছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দল। এবার নির্বাচনের প্রসঙ্গে ইউনুস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলল বিএনপি। সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ‘‘এই সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল, যে যায় লঙ্কায়, সে–ই হয় রাবণ। তারা বোধ হয় হয় দীর্ঘদিন, ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায়। সংস্কার করার মূল দায়িত্ব কিন্তু হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের। আপনাকে যদি প্রশ্ন করি যে হু আর ইউ— এই সব সংস্কার করছেন, সংবিধান সংস্কার করছেন। আপনি কে? আপনার স্টেটাসটা কী? একটা আন্দোলন করে ছেলেরা আপনাকে বসিয়ে দিয়েছে আর আপনি সব দায়িত্ব পেয়ে গিয়েছেন, আমি সেটা মনে করি না।” এদিকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোয়া। সংসার চালতে হিমসিম খাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এ নিয়ে মুহাম্মদ ইউনূসের সরকারকে নিশানা করল বিএনপি। কেন জিনিসপত্রের দাম বাড়ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের কোথাও একটা ‘ঢিলেঢালা ভাব’ চলছে। এটা চলতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি শেখ হাসিনার ময়লার বস্তা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু কোনও সংস্কার করতে পারবে না।’
সাম্প্রতিক অতীতে গোটা ভারতকে নাড়িয়ে দেওয়া আর জি কর কাণ্ডে নতুন মোড়। কলকাতার এই নামী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরই...
Read more
Discussion about this post