পুজো মিটতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে রওনা বাগডোগরার উদ্দেশে। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান মমতা। পরে সেখান থেকেই সড়কপথে দার্জিলিং যান। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দুদিন একেবারে ঠাসা কর্মসূচি। মমতাকে দেখে উঠল স্লোগান মমতা বন্দ্যোপাধ্য়ায় জিন্দাবাদ। ফুল, খাদা দিয়ে অভ্যর্থনা জানানো হয় মমতাকে। কার্শিয়াং হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে যান। সরস মেলার উদ্বোধন করবেন তিনি।পাহাড়ে যাওয়ার আগে মমতা বলেন, প্রায় বছর দেড়েক বাদে দার্জিলিংয়ে যাচ্ছি। কার্শিয়াংয়ে মাঝে একবার গিয়েছিলাম। আমি সব সময় চাই দার্জলিং ভালো থাকুক। তরাই ডুয়ার্স আচ্ছা রহে। সব মানুষ ভালো থাকুক। রাজবংশী, কামতাপুরী, গোর্খা সবাইকে শুভকামনা জানাচ্ছি। প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পাহাড় সফর। এই আবহেই মঙ্গলবার জিটিএ-র বৈঠক রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ে তৃণমূল যে বিরাট শক্তিশালী এমনটা নয়। তবে শাসক দল অত্যন্ত কৌশলে গোটা বিষয়টি পরিচালনা করে। বর্তমানে অনীত থাপার উপর ভর করে তৃণমূল এলাকায় ঘুঁটি সাজায়। আর ২০২৬-এর ভোটের আগে পাহাড়ে কী ধরনের সমীকরণ কাজ করবে তার একটা ইঙ্গিত এই সফর থেকে মিলতে পারে।এরপর বুধবার দুপুরে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দু’দিনের পাহাড় সফরে সেরে আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি হয়ে কলকাতায় ফেরার কথা তাঁর। কলকাতায় ফিরেই আগামী ১৫ নভেম্বর বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটে আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।
Discussion about this post