বুধবার দুই তুষারচিতা শাবকের নামকরণও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটির নাম দিলেন ‘ডার্লিং’, অন্যটির নাম রাখলেন ‘চার্মিং’। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি তুষারচিতার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মমতা। সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। সফরের দ্বিতীয় দিনে তিনি জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। আজ বুধবার, ভোরে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে ম্যাল রোডে পৌঁছানোর আগেই পৌঁছে যান পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কে। সেখানে চিড়িয়াখানার নতুন অতিথিদের দেখে স্বভাবতই ভীষণ খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী। নবাগত অতিথির সঙ্গে সারেন আলাপ-পর্ব। সেখানেই দুই তুষারচিতা শাবকের নামকরণ করেন মুখ্যমন্ত্রী। রাজ্য জ়ু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরীর বক্তব্য, ‘ম্যাডাম চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন। নতুন শাবকদের কথা শুনে তিনি খুব খুশি হন। ম্যাডামকে অনুরোধ করা হলে উনি তুষার চিতা এবং রেড পান্ডা শাবকদের নাম রাখেন।’ দার্জিলিং চিড়িয়াখানার অধীনে তোপকেদ্বারা ব্রিডিং সেন্টারে ক্যাপটিভ ব্রিডিং পদ্ধতিতে তুষার চিতা, রেড পান্ডা-সহ বেশ কিছু লুপ্তপ্রায় প্রাণীর বংশবৃদ্ধি করা হয়। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্রিডিং সেন্টার এবং চিড়িয়াখানা মিলিয়ে ১১টি তুষার চিতা, ১৯টি রেড পান্ডা রয়েছে। জুলাই মাসের শেষের দিকে রেডপান্ডা নিক্কি এবং প্রসন্নের চার শাবকের জন্ম হয়েছে। পাশাপাশি একই সময়ে তুষার চিতা রাহানার দুই শাবকের জন্ম হয়। তারপর থেকে মায়েদের সঙ্গেই রাখা হয়েছে ওই শাবকদের। ২৪ ঘণ্টাই তাদের দেখাশোনা করছেন চিড়িয়াখানার কর্মীরা। সজাগ রয়েছেন চিকিৎসকরাও।
রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যা...
Read more
Discussion about this post