সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের মধ্যে রাঘবপুরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়।
বুধবার ভোরে এই দুর্ঘটনায় মালগাড়ির প্রায় ১১টি কামরা বেলাইন হয়ে যায়। দ্রুতগামী ট্রেনের বগিগুলির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তিনটি ট্র্যাক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একটি বগি অন্যটির উপরে উঠে যায়।
অল্পের জন্য রক্ষা পান চালক। রেল সূত্রে খবর মালগাড়িটি সেই সময়ে রাঘবপুরম থেকে রামাগুন্ডমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল।এই দুর্ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হন যাত্রীরা।
প্রায় ৩৯টি ট্রেন বাতিল করা হয়, ৬১টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয় এবং ১০টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ৫৩টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। সাতটি ট্রেনের সময়সূচি বদলে দেওয়া হয়েছে।
পাশাপাশি দক্ষিণ মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আরও ২টি ট্রেনকে অন্য দিনের জন্য নির্ধারণ করা হয়েছে।
রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর তৎপরতার সঙ্গে মালগাড়িগুলিকে লাইনে ফেরানোর কাজ চলছে। প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনার ভয়ে যেমন আতঙ্কিত হচ্ছেন সাধারণ যাত্রী তেমনই এর ফলে বেজায় হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। আর এই নিয়মিত দুর্ঘটনার জেরে বারংবার প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল ব্যবস্থা।
Discussion about this post