হওয়া বদল শুরু হল রাজ্যে। শীতের আমেজ স্পষ্ট অনুভূত হচ্ছে বাংলায়। উত্তুরে হাওয়ার ফলে রাজ্যে অনুকূল পরিস্থিতি। তবে জাঁকিয়ে শীত নয় নভেম্বরে। তার জন্য অপেক্ষা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত।ধীরে ধীরে নামবে পারদ। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় আপাতত কিছুদিন হাওয়া বদলের সম্ভাবনা কম। আগামী এক সপ্তাহ ধীরে ধীরে কমবে তাপমাত্রা।
আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা।
সকালের দিকে কুঁয়াশা দক্ষিণবঙ্গে।
দিনভর পরিস্কার আকাশ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
এছাড়া উত্তরে ঘন কুয়াশায় ঢাকবে মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কমতে পারে। আর বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা। পরশু রবিবার দার্জিলিং-এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মেঘমুক্ত ঝলমলে পরিস্কার আকাশ। দিনের তাপমাত্রা ৩০ এর নিচে নেমে এসেছে। শীতের আমেজে অনুকূল পরিবেশ। কলকাতা রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি। স্বাভাবিকের থেকে সামান্য কম। দিনের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪০ থেকে ৯৩ শতাংশ। সোমবার ১৯ এর ঘরে নামতে পারে কলকাতার রাতের পারদ।
Discussion about this post