রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের ষড়ষন্ত্র চলছে। সেই সঙ্গে তাঁকেও খুন করা হতে পারে। এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার পাল্টাও দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা চলছে। ভাটপাড়া পুরসভার আর্থিক তছরুপের এক মামলায় অর্জুন সিংকে নোটিশ দিয়েছিল সিআইডি। তাঁকে কলকাতার ভবানী ভবনে তলব করা হয়েছিল। ঠিক তার আগেই এই বিস্ফোরক দাবি করেন ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং। ১৪ নভেম্বর তিনি জগদ্দলের বাড়ি থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই এই বিস্ফোরক দাবি করেন।
ওয়াকিবহাল মহলের মতে, অর্জুন একসময় তৃণমূলে ছিল। কিন্তু তিনি ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক মামলায় তাঁকে জডা়নো হয়েছে। এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করেছে সিআইডি। ফলে সুকৌশলে তিনি খুন, ষড়ষন্ত্রের অভিযোগ সামনে আনলেন। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষও এই বিষয়ে জোর দিচ্ছেন। অর্জুনের দাবি ছিল, রাশিয়া থেকে একটি রাসায়নিক কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের। কুণাল ঘোষ অনেকটা কটাক্ষের সুরেই এর জবাব দিলেন। তাঁর বক্তব্য, রাশিয়ায় কোন কেমিক্যাল পাওয়া যায়, যে কেমিক্যাল আজ স্প্রে করলে একটু দেরিতে প্রতিক্রিয়া হয় সে ব্যাপারে অর্জুন সিংয়ের মুল্যবান জ্ঞান রয়েছে, আমাদের নেই।
কলকাতা হাইকোর্টের নির্দেশেই অর্জুন সিংকে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। যদিও তাঁকে ৪ ঘণ্টার বেশি জেরা করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, ২০২০ সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই আভিযোগে সিআইডি জেরার মুখোমুখি হওয়ার আগে যেমন তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, তেমনই তৃণমূল সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁর মন্তব্য, আমি নাকি মাত্র ৪ কোটি টাকার দুর্নীতি করেছি, মান-সম্মান আর থাকলো না। ফলে তিনি বুঝিয়ে দিলেন. অর্জুন সিং আছে পুরোনো মেজাজেই।
Discussion about this post