সিআইডি জেরার সময় শরীরে রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করা হয়নি তো? জানতে শনিবার সকালে স্বাস্থ্যপরীক্ষা করতে কলকাতা এলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শরীরে রায়াসনিকের প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন তিনি। সিআইডি জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে শনিবার বেসরকারি হাসপাতাল, অ্যাপোলোতে যান বিজেপি নেতা অর্জুন সিংহ। হাসপাতালে পরীক্ষা করা হয়। প্রাক্তন সাংসদ জানান, পরীক্ষার পর রিপোর্টে শরীরে কোনও বিষক্রিয়ার প্রমাণ মিললেই তিনি আদালতের দ্বারস্থ হবেন। গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিং-কে। আর তার ঠিক দু দিন পর শনিবার সকালে হাসপাতালে যেতে দেখা যায় বিজেপি নেতাকে। এদিন সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানেই পরীক্ষা হবে। এর আগে অর্জুন সিআইডি দফতরে যাওয়ার সময় বলেছিলেন, ‘জলের বোতল নিয়ে যাচ্ছি। এখানে তো কিছু খাব না। খেলে কখন, কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে।, বডিতে লেগে যাবে, মরে যাব। ৩ মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। এদের তো কোনও ঠিক নেই।’ অর্জুনের অভিযোগ নিয়ে আগেই কটাক্ষ করেছে শাসক শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘কোন কেমিক্যাল মানুষের জন্য ক্ষতিকর, কোনটা কী ভাবে ক্রিয়া করে অর্জুন সিংহের সে নিয়ে অভিজ্ঞতা রয়েছে ভাল।’
উল্লেখ্য, চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে তলব করে সিআইডি। ২০১০ থেকে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পরেই ওই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডির আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছিল। ২০২১ সালেও এই মামলায় অর্জুনকে তলব করা হয়েছিল। এবার সিআইডি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি।
Discussion about this post