‘বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে!’ তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট সামনে আশায় ঘটনার সমালোচনা প্রকাশ্যে। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর। কি হয়েছে ঘটনাটি? তাহলে খোলসে করে বলা যাক। আজ কার্তিক পুজো। গতকাল সকাল সকাল ঘরের দরজা খুলতেই অবাক বাড়ির কর্তা। সামনে বসানো কার্তিকের মূর্তি। ভেবেছিলেন পাড়ার ছেলেপুলেরা মশকরা করছেন। কিন্তু কার্তিক প্রতিমার সঙ্গে একটি কাগজ দেখে বিস্মিত হয়ে যান কর্তা। কারণ, কাগজটি বৈদ্যবাটি পুরসভার এক কাউন্সিলরের প্যাড। তাতে কাউন্সিলরের সইও রয়েছে। উপরে গৃহকর্তার উদ্দেশে লেখা হয়েছে, কার্তিকের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সেই টাকা কার কার হাতে দিতে হবে। বাড়ি বাড়ি কার্তিক ফেলছে পুরসভা, এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল এলাকায়। বিষয়টি নিয়ে অস্বস্তিতে তৃণমূল। প্যাডটিতে লেখা, ‘‘বাবা শ্যামল, অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম পার্টি অফিসের কাকু-কাকিমাদের সহযোগিতায়। আমি মেদিনীপুরে ঘোরাঘুরি করছিলাম। সেখানে আমার সঙ্গে দেখা হয়…..’’ এর পর কয়েক জনের নাম লেখা হয়েছে কাউন্সিলরের প্যাডে। শেষে লেখা, ‘ইতি কার্তিক’ এবং প্যাডের পিছনে লেখা, ‘সব কিছুর উদ্যোগে পৌষালী আন্টি, পুরসভা অনুমোদিত’, সঙ্গে তৃণমূল কাউন্সিলরের নামাঙ্কিত স্ট্যাম্প। কাউন্সিলর নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। এইভাবে পুরসভার প্যাডে এই ধরনের কাজ করা যায় কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ঘটনা জানাজানি হওয়ার পরেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো কড়া ধমক দেন ওই কাউন্সিলরকে। তিনি জানান, “পুরসভার কাউন্সিলরের প্যাড পুরসভার কাজে ব্যবহার করার জন্য। এইভাবে ব্যক্তিগত কোন কাজ বা মজা করার জন্য তা ব্যবহার করা যায় না। যে কাউন্সিলর এই কাজ করেছে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। আগামী দিন যাতে এই ধরনের কাজ আর না করেন, সেই নিয়ে তাঁকে সতর্কও করা হয়েছে।” এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র বলেন, “যে চিঠিটি পুরসভার প্যাডে লিখে পাঠানো হয়েছে, তার মধ্যে লেখা রয়েছে কার্তিক ঠাকুরের জন্য ২০০০ টাকা লাগবে। এ থেকে বোঝা যাচ্ছে, তৃণমূল দল এমনই অবস্থায় চলে গিয়েছে, যে তাঁরা কার্তিক ঠাকুরকেও কাটমানি করতে ছাড়ছেন না।” যদিও এই বিষয়ে চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, যে ঘটনাটি ঘটেছে তা নিছকই নিজেদের বন্ধুদের মধ্যে মশকরা করতে গিয়ে ঘটেছে। এর মধ্যেও বিরোধীরা রাজনীতি খোঁজার চেষ্টা করছে। তবে পুরসভার প্যাড ব্যবহার করা উচিত হয়নি। সেই দিকে তারা নজর দেবেন, যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post