আজ রাতে বন্ধ হয়ে যাচ্ছে হাওড়া ব্রিজ। ফের যান চলাচল বন্ধ হচ্ছে হাওড়া ব্রিজে। শুক্রবার কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আজ অর্থাৎ শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত কোনও গাড়ি চলাচল করবে না। ওইসময় কোনও গাড়ি চলাচল করবে না হাওড়া ব্রিজ দিয়ে। হাওড়া ব্রিজের স্বাস্থ্যের দেখভাল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। সেই স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটা পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। ফলে ৫ ঘণ্টা হাওড়া ব্রিজ দিয়ে কোনও গাড়ি চলাচল করবে না। ওই সময় হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের পদস্থ ইঞ্জিনিয়াররা। তবে এই যান চলাচল বন্ধ হলেও গাড়ি কোন বিকল্প পথে ঘুরবে, তাও জানানো হয়েছে। যে সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ পার করে কলকাতার দিকে যেতে চাইছে, সেগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘোরানো হবে। অর্থাৎ সেগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে যাবে। এগুলি আরবি সেতু-বার্ন স্ট্যান্ডার্ড মোড়- ফরশো রোড- কাজিপাড়া রুটে যাবে। যে গাড়িগুলি দক্ষিণ হাওড়া বা পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতার দিকে যাবে, তারা নিবেদিতা সেতু বা বালিব্রিজের রাস্তা নিতে পারে। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসেও। স্বাস্থ্য পরীক্ষা হলেও গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়নি। তবে আজ রাত সাড়ে ১১ টা থেকে হাওড়া ব্রিজে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
বই প্রেমীদের জন্য দুঃসংবাদ। ২৮ বছর পর কলকাতা বইমেলায় নাও থাকতে পারে বাংলাদেশের প্যাভিলিয়ন। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে এবার। কারণ...
Read more
Discussion about this post