বীরভূমে অনুষ্ঠিত হল কোর কমিটির বৈঠক। আজ বেলা তিনটেয় বীরভূমের কোর কমিটির বৈঠক হয়। বোলপুর জেলা পার্টি অফিসে এই মিটিং এমনটাই জানানো হয়েছে বীরভূম জেলা কোর কমিটির পক্ষ থেকে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল প্রায় তিন মাস পরে। এতদিন সবাই জানত অনুব্রত–কাজল একে অন্যের বিরোধী। সেখানে বিধায়ক অভিজিৎ সিনহার নাম ভাসিয়ে দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বৈঠকের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন, ‘আমি মিটিং করতে গিয়েছি। তখন আমাদের বিধায়ক রানা আমাকে বলল, দিদি তুমি তারাপীঠে গিয়েছো, কঙ্কালীতলা গিয়েছো, ফুল্লরা মন্দিরে যাওনি? আমি তখন হেলিকপ্টার ধরতে যাচ্ছি, তখন রানা বলল, দিদি ওই দেখো ফুল্লরা মন্দির। কী সুন্দর।’ এখন এই কথাই ভাবিয়ে তুলেছে কেষ্ট এবং কাজলকে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কেষ্ট ও কাজলের মুখোমুখি হওয়া। বীরভূম জেলার সংগঠনের ভার কোর কমিটির হাতেই থাকবে। সকলকে সমন্বয় রেখে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। মমতা-অভিষেকের এই বার্তার পর শনিবার কোর কমিটির বৈঠকে অনুব্রত ও কাজল শেখের মুখোমুখি বসা একতার বার্তা দিল। শনিবার লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে দেখা গেল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সকলকেই।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post