অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুললেন তৃণমূল বিধায়র হুমায়ুন কবীর। ফের বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী ও পুলিসমন্ত্রী করা হোক। তাঁর দাবি, চতুর্থবার রাজ্যে তৃণমূল পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভার সদস্য করা হোক এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে আনা হোক। হুমায়ুন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিস মন্ত্রী হলে পুলিস আরও শৃঙ্খলাপরায়ণ হবে। একজন ফুল টাইমের পুলিস মন্ত্রী থাকলে তার নজর এড়িয়ে খারাপ কাজ হওয়ার সুযোগ কম। উল্লেখ্য, এর আগে সৌগত রায় ও কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে জোরাল সাওয়াল করেছিলেন। সৌগত রায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা। কিন্তু ডে টু ডে দল চালানোর জন্য একজনকে দরকার। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন আরও বলেন, ‘সারাজীবন সবাই ক্ষমতায় থাকে না। বিধানচন্দ্র রায়ও ক্ষমতাশালী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও অনেক মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁরাও সারাজীবন থাকেননি। আমি মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করিনি। তবে তাঁর কাজের কিছুটা লাঘব হওয়া দরকার। এটা আমার মনে হয়।’ সৌগত রায়, কুণাল ঘোষ, হুমায়ুন কবীর একের পর এক তৃণমূল নেতা সোচ্চার হয়েছেন অভিষেকের মন্ত্রিত্ব নিয়ে। তবে তৃণমূল শিবিরের কেউই এসব মন্তব্য নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেন নি।
শিয়ালদহ আদালতে আরজি কর মামলার পঞ্চম দিন হলেও এই মামলায় ধৃত সঞ্জয় এই নিয়ে তৃতীয় দিন হাজিরায় উপস্থিত থাকছে। আজ...
Read more
Discussion about this post