মুর্শিদাবাদের বেলডাঙায় যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। এদিন নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ। পুলিশি বাধায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর বসে পড়েন তিনি। অবরোধ তোলার চেষ্টা হলে আরও অশান্ত হয়ে ওঠে এলাকা। এরপরই বিজেপির রাজ্য সভাপতিকে আটক করে প্রিজ়ন ভ্যানে তোলে পুলিশ। কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানান, বেলডাঙায় যাওয়ার খবর পুলিশের কাছে আসে। সেটা আটকানো হয়। এরপর অনেক লোকজন নিয়ে এসে পুলিশি বাধা সরানোর চেষ্টা করা হয়। সেজন্য তাঁকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বেলডাঙার এই পরিস্থিতি নিয়ে বারবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারীও। এরপর বুধবার বেলডাঙা যাওয়ার পরিকল্পনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। কৃষ্ণনগরে রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো হয়। পুলিশ আটকালে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের সঙ্গে। পুলিশ জানায়, এলাকায় শান্তি রক্ষার স্বার্থেই তাঁকে এগোতে দেওয়া যাবে না। এলাকায় নিয়ন্ত্রণ জারি রয়েছে। এরপরই প্রতিবাদে পথে বসে পড়েন সুকান্ত। তখনই প্রিজন ভ্যানে তোলা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। পুলিশের তরফে বলা হচ্ছে বেলডাঙায় জারি রয়েছে ১৪৪ ধারা। সে কারণেই তিনি সেখানে যেতে পারবেন না। কিন্তু, যে জায়াগায় তাঁকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙার দূরত্ব ৫০ কিলোমিটারেরও বেশি। তাই এখানে কেন তাঁকে আটকানো হল সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা। অন্যদিকে বেলডাঙার ঘটনার জেরে মুর্শিদাবাদ সহ ৪ জেলায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমনই দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। বেলডাঙা হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়েছে রাজভবন। যদিও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আজ সুকান্ত বলেন, “পুলিশ বলছে গেলে অশান্তি হবে তাই আটকানো হচ্ছে। তাহলে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক। পুলিশ সঙ্গে থাকুক। তাতেও রাজি হচ্ছে না প্রশাসন। বেলেডাঙায় মন্দির ভাঙার সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে হাতে বন্দুক কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য?”
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post