বঙ্গোপসাগরে আজই সৃষ্টি হবে গভীর নিম্নচাপ। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে। এর ফলে তামিলনাড়ুতে বৃষ্টি হতে পারে। সোমবারের মধ্যে অতি গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বঙ্গে।
আবহাওয়াবিদরা আগামী কয়েক দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
গোটা রাজ্যের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তব হওয়ার সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রা একই জায়গায় ঘোরাফেরা করবে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে শনিবার। পরবর্তী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে শনিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে কুয়াশার কারণে বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
কলকাতায় সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই মহানগরীতেও।
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯১ শতাংশ।
Discussion about this post