জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডির বিশেষ আদালতে জামিন পান অর্পিতা। শনিবার থেকে তিনি প্যারোলে জামিন পেয়েছিলেন। জানা যায়, রবিবার আরও ৪৮ ঘন্টা সময় বাড়ানোর জন্য আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। তারপরই সোমবার ইডির বিশেষ আদলতে শর্ত সাপেক্ষে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়।
অর্পিতা মুখোপাধ্যায়কে যে যে শর্তে জামিন দেওয়া হয়েছে…
তাঁকে ৫ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে
তিনি কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না।
তাঁকে জমা রাখতে হবে পাসর্পোট
জেল থেকে ছাড়া পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট
ইডি মামলায় প্রতিটি শুনানিতে তাঁকে হাজিরা দিতে হবে
নথি বিকৃতি এবং কোনও সাক্ষ্য প্রমাণে প্রভাব খাটাতে পারবেন না
যে ফোন তিনি সবসময় ব্যবহার করবেন, সেই নম্বরই ইডিকে দিতে হবে
প্রসঙ্গত, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এমনকি, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। যা এ রাজ্য এর পূর্বে পাহাড় প্রমাণ টাকা দেখেনি। যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য তথা গোটা দেশ। এইবার মায়ের মৃত্যুতে প্যারোলে জামিন পেতেই সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন। এইবার জামিন পেলেন তিনি।
Discussion about this post