পারদ পতন শুরু রাজ্যজুড়ে। জাঁকিয়ে কনকনে শীতের পড়তে চলেছে চলতি সপ্তাহের শেষেই। এই শীতের স্পেল স্থায়ী হবে অন্তত আগামী ৯ থেকে ১০ দিন। সপ্তাহের শেষে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। পশ্চিমের জেলায় দশ ডিগ্রি বা তার নিচে নামতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে বুধবার রাত থেকে আরও পারদ নামবে । সপ্তাহের শেষে গিয়ে অনেকটাই নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ ও পরিষ্কার আকাশ। আজ সকালেও কুয়াশার পর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতাও কমবে। নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা।
উত্তরবঙগেও কুয়াশার দাপট,সতর্কতা দার্জিলিং সহ পার্বত্য জেলা গুলিতে। পাঁচ জেলাতে ঘন কুয়াশা। বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায়। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা।
কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলা বাড়লে রোদ ঝলমলে আকাশ। কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়া। আজ দিনভর শীতের আমেজ শহরতলি জুড়ে। শুষ্ক আবহাওয়া। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। সপ্তাহের শেষে আসবে জাঁকিয়ে শীতের আমেজ।
কলকাতায় ২ ডিগ্রি নেমে গেল রাতের তাপমাত্রা। ১৮.২ থেকে একলাফে কাল রাতের তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ থেকে ১ ডিগ্রি নেমে ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৭ শতাংশ।
Discussion about this post