খেলার মাঠে ব্যাড বয় ইমেজের জন্য অনেকেই বিখ্যাত হয়ে থাকেন । যেমন লন টেনিসে ম্যাকেনরো কে বলা হতো ব্যাড বয়, পৃথিবী বিখ্যাত ফুটবলার জর্জ বেস্ট কে বলা হতো ব্যাড বয় । একসময় রবি শাস্ত্রী কে ভারতীয় ক্রিকেটে ব্যাড বয় বলা হতো । বর্তমান ভারতীয় ক্রিকেট দলের ব্যাড বয় বলতে একজন কে বোঝায় তিনি হার্দিক পান্ডিয়া । তার সাজ পোশাক তার নারীসঙ্গ তার বিলাসবহুল বাড়ি এবং তার তার সৌখিন জিনিসপত্রের প্রতি আগ্রহ তাকে ব্যাড বয় ইমেজ এনে দিয়েছে।
হার্দিক পান্ডিয়া, ভারতীয় ক্রিকেটের একজন সফল ক্রিকেটার । মুম্বাইএর হয়ে আইপিএলে তার আবির্ভাব ঘটে । একজন সফল অলরাউন্ডার হিসেবে তিনি ভারতীয় দলের স্থান পান । গুজরাট টাইটানসের হয়ে ক্যাপ্টেনশিপ করে তিনি দুবার দলকে ফাইনালে তোলেন এবং একবার আই পি এল চ্যাম্পিয়ন হন । অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম হার্দিক পান্ডিয়ার। হার্দিক পান্ডিয়ার বিচিত্র ধরনের পোশাক ,অলংকার, একাধিক নারীর প্রতি তার আকর্ষণ , বিলাসপুর বাড়ি এবং একাধিক বিলাসবহুল গাড়ি তার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে । অবশ্য এসব নিয়ে তাকে দোষ দেওয়া যায় না । তার জীবনযাত্রার ধরনটাই এই রকম। 2019সালে করন জোহরের সঙ্গে একটি সাক্ষাৎকারে নারীদের সম্পর্কে বেফাস মন্তব্য করেছিল তিনি ,এমন কি নারীদের দেহ নিয়েও তিনি অশালীন মন্তব্য করেছিলেন । এজন্য তাকে সাসপেন্ডও হতে হয়েছিল ভারতীয় দল থেকে । বছর কয়েক আগে নাতাশা নামের সার্বিয়ার মডেলের সাথে বিয়ে হয় হার্দিক পান্ডিয়ার । এর আগে মডেল লিজা শর্মা এবং ইলী আব্রাহামের সাথে সম্পর্ক ছিল তার। ঊর্বশী রাউথ এবং আরো বেশ কয়েকজনের সাথে সম্পর্ক ছিল তার। এবার আসে যাক তার শখ নিয়ে। দামি দামি ঘড়ি পরার সৌখিনতা রয়েছে হার্দিক পান্ডিয়ার । প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন রকম ঘড়ি রয়েছে তার কাছে । বর্তমান মুম্বাই ইন্ডিয়ার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্ম গুজরাটের বরোদাতে । ৬০০০ বর্গফুটের একটি বিশাল বাড়ি রয়েছে সেখানে তার । সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িতে । এই বাড়িতে সিনেমা হল ছাড়াও রয়েছে অত্যাধুনিক জিমনশিয়াম । এছাড়া মুম্বাইয়ের বান্দ্রাতে রয়েছে তার একটি বিশাল বিলাহবহুল ফ্ল্যাট । প্রায় চার হাজার বর্গফুট এই ফ্ল্যাটে বছরের অধিকাংশ সময়ে তিনি পরিবার নিয়ে বসবাস করেন । তার দুটি বাড়ির মূল্য প্রায় ৩০ কোটি টাকার বেশি । প্রায় সমস্ত ধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে তার বাড়িতে । মার্সিডিস, অডি ল্যাম্বরগিনি, রেঞ্জরোভার এর মত নামি দামি গাড়ি । বিভিন্ন সময় নানা বিতর্কে জন্ম দিয়েছেন তিনি। তাকে নিয়ে আলাপ আলোচনা শেষ নেই। একজন সফল খেলোয়াড় হলেও তার বিতর্কিত জীবনের জন্যই তাকে ব্যাড বয় আখ্যা দেয়া হয়েছে












Discussion about this post