সোনারপুর দক্ষিণ বিধানসভায় নির্বাচনী বুথ রয়েছে ৩০০, লোকসভা ভোটের নিরিখে বিধানসভা অঞ্চলে ভোটার বেড়েছে প্রায় ২৫ হাজার। তাঁরা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখতে সাধারন মানুষের বাড়িতে বাড়িতে বিধায়ক লাভলী মৈত্র।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে যাচাই করা হচ্ছে। ভোটার তালিকায় কোনও অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদে প্রায় ৪,৫০০ বাড়তি ভোটার পাওয়া গিয়েছে বলে অভিযোগ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল জানান, প্রশাসনের নির্দেশ মাফিক তাঁরা ভোটার তালিকা ‘স্ক্রুটিনি’ করছিলেন। সেই সময়ই দেখা যায়, ২২টি সংসদে রয়েছে অসংখ্য ‘ভূতুড়ে ভোটার। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা শিলিগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ থেকে প্রচুর ভোটারের নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের ভোটার তালিকায়। ভোটার তালিকায় ওঠা ওই নামের পাশে থাকা ফোন নম্বরে ডায়াল করে চেক করা যায়। দেখা যায়, এরা কেউ দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দাই নন। তাই বিধানসভা ভোটের আগে বড় হাতিয়ার হিসাবে ভুয়ো ভোটার ধরা। বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখা হলেও কোনও ভুয়ো ভোটার পাওয়া যায়নি লাভলী মৈত্র বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিকই ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে, বললেন লাভলী মৈত্র।
Discussion about this post