আওয়ামী লীগ ভার্চুয়ালি অত্যন্ত সক্রিয়। কিন্তু অফলাইন তেমনভাবে দেখা যায় না। কিন্তু এখন তাদের মিছিল, মিটিং করতে দেখা যায় বাংলাদেশে। সোমবার দেখা গেল, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এক ঘণ্টার উপর অনলাইনে এসে বক্তব্য রাখেন। এমনকি অন্যদের বক্তব্য শোনেন তিনি। তিনি আবার বললেন, কোনও চিন্তা নেই। আমি আসছি। সব কিছুর বিচার হবে। এখন প্রশ্ন উঠছে, ফেরার কথা যে বার বার বলছেন, কোন জোর থেকে তিনি বলছেন? নাকি তার ফেরার প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতিই! দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে তার এই বক্তব্য? এর সঙ্গে বাস্তবতার কি কোনও মিল নেই? নাকি সত্যিই ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ? তৈরি হচ্ছে নানা জল্পনা।
ভারতের আশ্রয়ে শেখ হাসিনা। কিন্তু নির্দিষ্ট করে তাকে কোথায় রেখেছে ভারত, সেটা কোনওভাবেই স্পষ্ট করেনি। তবে বাংলাদেশে ফেরার জন্য তৈরি হচ্ছেন শেখ হাসিনা। এখন সব থেকে বেশি রহস্য ঘনীভূত হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। কারণ শেখ হাসিনা দেশ ছাড়তেই এবং ভারতে আশ্রয় নিতেই ভারত-বাংলাদেশের সম্পর্কে তিক্ততা বেড়েছে। সীমান্তবর্তী এলাকা কড়াকড়ি করতেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে একাধিক নানা সমস্যা মাথাচাড়া দিয়েছিল। সেই ইস্যুগুলিতে ভারত বার্তা দেওয়ার চেষ্টা করলে দুই দেশের সম্পর্কেও অবনতির দিকে যায়। কাজেই শেখ হাসিনার দেশে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত ভারতের কাছে।
আওয়ামী লীগের বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা একাধিকবার বলেছেন, তিনি দেশে ফিরবেন। শুরুর বৈঠকগুলিতে শেখ হাসিনা চাপা হতাশা নিয়ে বললেও শেষ দিকে তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফেরার কথা বলেছেন। অনেকে বলছে, বাড়ছে বাংলাদেশে পা দেবেন হাসিনা। কিন্তু সেটা কতটা সম্ভবনা রয়েছে, বা আদেও নেই, সেই নিয়ে নানা তত্ব খাড়া করেছে রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, এর আগেও হাসিনা ফেরার কথা জানিয়েছেন। তারপর কেটে গিয়েছে অনেকগুলি মাস। এছাড়াও হাসিনা সরকারের পতন হয়েছে, বিপুল মানুষের সমর্থনে। অর্থাৎ জনরোষে তাকে দেশ ছাড়তে হয়েছে। এরপর তিনি কিভাবে ফিরবেন দেশে? এর পাশাপাশি অনেকে বলছেন, হাসিনা দেশে ফিরলে আবারও দেশ উত্তপ্ত হবে। সেটা জানেন তিনি। সেই কারণেই দেশে ফেরার কেবল রব তৈরি করছেন তিনি। আদতে শেখ হাসিনা এখন দেশে ফিরতে পারবেন না।
অন্যদিকে আর একদল বলছেন, শেখ হাসিনা ফিরবেন। আওয়ামী লীগের বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন দেশে ফেরার কথা। এছাড়াও আমেরিকা এবং ভারতের সমর্থন রয়েছে তার দিকেই। কাজেই এরকম দুটি শক্তিশালী রাষ্ট্র হাসিনার পাশে থাকতে কিসের ভয়। তিনি ফিরছেন যত দ্রুত সম্ভব।
Discussion about this post