শীতের অপেক্ষা। দুই বঙ্গ ডুবিয়ে অবশেষে রাজ্য থেকে বিদায় বর্ষার। বর্ষা বিদায়ে বাংলার হাওয়া বদল। ক্রমশ শুষ্ক বাংলার আবহাওয়া। আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভবনা নেই বাংলায়। বৃষ্টির সম্ভবনা নেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলি থেকে বিদায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে সেই স্থানে আসবে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া। ধীরে ধীরে পারদের পতন শুরু হয়েছে ফলে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরের দিকে ও রাতের বেলায়। রাজ্যে কবে জাকিয়ে ঠান্ডা পড়বে তা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্ৰী সেলসিয়াস। কখনো কখনো কোনও কোনও এলাকা ও জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরোও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে সেভাবে সম্ভবনা নেই বৃষ্টির। কেবলমাত্র উপকূলের দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে সামান্য হালকা বৃষ্টি হলেও হতে পারে।
বঙ্গে উত্তরের হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি না হওয়ায় এখনই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভবনা নেই। অক্টোবরের শেষের দিকে সম্ভবনা রয়েছে ঘন কুয়াশা পড়ার। অক্টোবরের শেষ দিক থেকে শীত শীত ভাব বাড়লেও শীতের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের শুরু পর্যন্ত। তবে ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভবনা কম।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। বুধবার অর্থাৎ আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিন আবহাওয়ার কোনও বড় পরিবর্তন বা সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরী হওয়ার সম্ভবনা রয়েছে। তবে এর প্রভাব রাজ্যে খুব একটা পড়বে না। গোটা রাজ্যেই তাপমাত্রা বেশ নিম্নমুখী।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং আলিপুরদুয়ারে। তবে তা খুবই সামান্য। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র।












Discussion about this post