যদি প্রশ্ন করা হয় সেনাঅফিসাররা কি দেশ চালান? তাহলে যে কেউ বলবে গণতান্ত্রিক কোন দেশে সেনা দেশ রক্ষা করে, দেশ শাসন করে না। তাহলে দেশে ক্ষমতার পালা বদল হলে কেন সেনাঅফিসারা ভয়ে ভয়ে থাকবে? দেশের ভিতরে কোন গন্ডোগোল হলে তা থামাতে পুলিশের ব্যবহার হওয়া উচিৎ, যারা লাঠি চার্জ থেকে জল কামান বা কাঁদানে গ্যাস ছুড়তে পারে। পুলিশ বা সেনাবাহীনি দেশবাসীর উপর যেমন গুলি চালাতে পারে না, তেমন কোন সেনাঅফিসারকে দেশবিরোধী কাজের প্রামানিক অভিযোগ ছাড়া গ্রেফতার বা গুম করে রাখতে পারে না। কিন্তু এগুলিই দিনের পর দিন হয়ে আসছে বাংলাদেশে সেনাবাহীনিতে । তাই সরাকার বদল হলেই বাংলাদেশের সেনার মধ্য হালচাল শুরু হয়ে যায়। তবে এবারের সেনার মধ্যে যে পরিবর্তন করা শুরু হয়েছে তার লক্ষ্য হল ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নেওয়া। সেই কারণে সেনাপ্রধান সহ সেনার উপর এই ভয়ঙ্কর আক্রমন। জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরয়ানা জারি হচ্ছে সেনাসদরকে না জানিয়েই। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এই প্রশ্নটি করতেই পারে যে, যারা দেশ এবং দেশবাসীকে রক্ষ্যা করবে, তারা কি করে নিরুদ্দেশ হয়ে যেতে পারে? বিশেষ করে যখন তারা কর্মরত অবস্থায় আছেন? যদিও প্রথমে জানা গিয়েছিল একজন সেনা অফিসার যিনি নাকি হাসিনার পক্ষ্যের সেনাকর্তা ছিলেন তিনিই শুধু মিশিং। পরে আরও অনেকেই মিসিং বা দেশত্যাগ করেছেন বলে জনা যাচ্ছে। যদিও এই রকম মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে যে তিনি নাকি গত দুই মাসে বহুবার কলকাতায় যাতায়াত করে, তার থাকার জায়গা নিশ্চিত করেছেন। তাহলে সাধারণ নাগরিকরা এটাও প্রশ্ন করতে পারেন যে, সেই বিষয়টি কি সরকার এবং সেনাসদর বা সেনা গোয়েন্দা ডিজিএফআই কেউ জানতে পারল না? বিশেষ করে এখন তো সেনাদফতর চলছে জামাতের অঙ্গুলি হেলনে। তাহলে এতজন সেনাঅফিসার কি করে মিশিং হয়ে গেলেন। আসলে এই অফিসারদের হয় গুম করা হয়েছে অথবা সরকার জেনে বুঝে তাদের বিদেশে পাঠিয়ে দিয়েছে, যাতে সেনা ক্যান্টনমেন্টকে নতুন করে সাজাতে চাইছে, যেখানে জামাতের লোকেরাই শুধু থাকবে। যারা হবে পাকিস্তান পন্থি এবং ভারত বিরোধী। তাই সেনাবাহীনিতে রক্তপাতহীন ভাবে সেনাঅফিসার থেকে সেনাবাহিনীর জেনারেলদের এই দুই উপায়ে বাহীনি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ভারতের অনেক ইউটিউবার থেকে ব্লগার এই নিয়ে হাসাহাসি করেন যে বাংলাদেশে সাধারণ মানুষ ঠিক করে খেতে পায় না, তারা আবার ৫০ লক্ষ্য সেনাবাহীনি রেডি করবে ভারতের সঙ্গে যু্দ্ধ করার জন্য। যারা এ কথা বলেন তারা আসলে জানেই না যে বাংলাদেশের ভিতরে কি হচ্ছে। সেখানে ফাঁকা মাঠ অথবা জঙ্গলে ভারত বিরোধী মনোভাপন্ন মানুষদের নিয়ে বাংলাদেশের প্রাক্তন সেনাঅফিসার এবং পাকিস্তানের আইএসআই এর সেনাঅফিসারদের দ্বারা গোপনে ট্রেনিং দেওয়া হচ্ছে। যারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছে। তাদের মাথায় গজবায়ে হিন্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের অনেক কট্টরবাদী এটা বিশ্বাস করেন যে তারা, আরও অনেক দেশের সঙ্গে মিলিত হয়ে ভারত আক্রমন করবে। এটিই জামাত দ্বারা শাসিত আগমী বাংলাদেশের স্বপ্ন। আর এই কাজ করতে সেনাপ্রধানের দ্বিধা দন্দ আছে বলেই এখনও মনে হয়। আসলে ওয়াকার উজ জামান এমন এক সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন যখন বাংলাদেশকে নিয়ে ডিপস্ট্রেট থেকে শুরু করে বিভিন্ন দেশ তাদের মনোবাঞ্ছা পূরণ করতে ব্যস্ত। জামাত কখনই বাংলাদেশের শুভাকাঙ্খী হতে পারে না। কারণ পাকিস্তানের নেতা মন্ত্রীরা যখন বলে এখনও জামাতের হেড কোয়াটার করাচিতে। এবং এই জুলাই আন্দোলোনের সঙ্গে যারাই যুক্ত তারা ত্রিশ লক্ষ্য মানুষের হত্যা এবং দু লক্ষ্য মা বোনের সম্ভ্রম নষ্ট হয়েছে এটি মানতেই চায় না।কিন্তু এই মুক্তিযুদ্ধকে সম্মান করে এবং মুক্তি যুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এই সেনাবাহীনি। তাই মুক্তি যুদ্ধ থেকে উৎপন্ন হওয়া বাংলাদেশের সেনাবাহীনিকে ভেঙে ফেলতে প্রথমে তাদের, পুলিশের যে কাজ সেই কাজ করিয়ে মনোবল কে ভেঙে দেওয়া হয়েছে। এখন তাদের কাউকে জোর করে অবসরে পাঠানো হয়েছে আবার কাউকে বিদেশে যেতে বাধ্য করা হচ্ছে এবং যাদের উপর প্রতিশোধ নেওয়ার বাকি আছে তাদের গুম করে রাখা হয়েছে। আর বাংলাদেশের এই পরিবর্তনের প্রথম সুযোগ এসেছে ডিপস্ট্রেট থেকে যাকে পরে পাকিস্তান কব্জা করেছে আমেরিকার দালালি করে।












Discussion about this post