সোমবার সারা দেশে চলছে পঞ্চম দফার লোকসভা ভোট। এরমধ্যেই গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (ATS) হাতে গ্রেফতার হল চার আইএসআইএস জঙ্গি। জানা যাচ্ছে চারজনই শ্রীলঙ্কার নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের আহমেদাবাদ থেকে এই চারজনকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস। জানা যাচ্ছে, লোকসভা ভোটের মাঝেই দেশে বড় ধরণের নাশকতার ছক ছিল ইসলামিক স্টেট বা আইএসআইএস জঙ্গি সংগঠনের। এর জন্য চারজনকে ট্রেনিং দিয়ে শ্রীলঙ্কা থেকে চেন্নাই হয়ে আহমেদাবাদ পাঠিয়েছিল তাঁরা। আহমেদাবাদ থেকেই তাঁদের ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার কথা ছিল। তার আগেই চারজনকে গ্রেফতার করল গুজরাট এটিএস।
জানা যাচ্ছে, ধৃত চারজন আহমেদাবাদ বিমানবন্দরের কাছে অপেক্ষা করছিলেন। তাঁদের কাছে ইসলামিক স্টেটের শীর্ষ কর্তাদের আদেশ এবং অন্য সোর্স থেকে অস্ত্রশস্ত্র এসে পৌঁছনো বাকি ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় গুজরাট এটিএসের একটি দল। চারজনকে গ্রেফতার করে ডেরায় নিয়ে আসা হয়। ধৃতদের থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেগুলি এনস্ক্রিপ্ট করে চ্যাট হিস্ট্রি পরীক্ষা করে দেখা হচ্ছে। কাদের সঙ্গে এই চার জঙ্গির যোগাযোগ ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের জেরা করে। উল্লেখ্য, এপ্রিল মাসেই গুজরাট উপকূলে ১৪ জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছিল গুজরাট এটিএস। তাঁদের থেকে প্রায় ৬০২ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছিল। এবার বড়সড় নাশকতার ছক বানচাল করল গুজরাট এটিএস।
Discussion about this post