একটি ছোট্ট মুরগি কেঁড়ে নিল জলজ্যান্ত তিনটি প্রাণ। শোকে পাথর গোটা গ্রাম। ঘটনাটি অসমের কাছাড় জেলার লখিমপুর এলাকার। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, বাড়ির একটি মুরগি পড়ে গিয়েছিল কুয়োয়। সেই মুরগি বাঁচাতে কুয়োয় ঝাঁপ দেয় বাড়ির এক ছেলে। বেশ কিছুক্ষণ ধরে সারাশব্দ না পেয়ে তাঁর দাদাও কুয়োয় ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সেও বের হয়নি কুয়ো থেকে। এরপর প্রতিবেশী এক যুবক দুইভাইয়ের খোঁজ নিতে কুয়োয় নামেন। তারও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপরই এলাকার লোকজন পুলিশে খবর দেয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একটি মুরগিকে বাঁচাতে গিয়ে প্রাণ চলে যায় তিনজন তরতাজা যুবকের।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম মনোজিৎ দেব এবং প্রসেনজিৎ দেব। দুজনেই একই পরিবারের সদস্য। অপরজনের নাম অমিত সেন। তাঁরা প্র্ত্যেকেই অসমের লখিমপুর জেলার ট্রাক্টর টিলা এলাকার বাসিন্দা। মনোজিতের বাড়ির পোষা মুরগি কুয়োয় পড়ে যেতে দেখে সে কুয়োয় ঝাঁপ দেয়। এরপর ভাইকে বাঁচাতে দাদা প্রসেনজিৎ কুয়োয় নামেন। দুজনের সাড়া শব্দ না পেয়ে অমিতও সেই কুয়োয় নামেন। এরপর পুলিশ গ্রামে এসে বুঝতে পারেন কিছু একটা হয়েছে। খবর যায় এসডিআরএফ দফতরে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানরা এসে তিনজনের নিথর দেহ উদ্ধার করেন ওই কুয়ো থেকে। পুলিশ জানিয়েছে, কুয়োয় বিষাক্ত গ্যাসের কবলে পড়েই তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Discussion about this post