কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা জানিয়েছেন,চেন্নাই এর মাঠে উপস্থিত থাকবেন শাহরুখ খান । বুধবার হিট স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। মঙ্গলবার কোয়ালিফাইয়ার ওয়ান ম্যাচের পর শাহরুখ খানকে মাঠে নেমে দর্শকদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। কিন্তু বুধবার হঠাৎ করে তাকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করতে হয় সম্ভবত বৃহস্পতিবারই তিনি ছাড়া পাবেন হাসপাতাল থেকে। নিরাপত্তার কারণে প্রথমে শাহরুখের অসুস্থতার খবর জানানো হয়নি । তারপর হাসপাতাল সূত্রে জানা যায় ডি হাইড্রেশনড থেকে হিট স্ট্রোক হয় তার। সকলেই দুশ্চিন্তা করতে থাকেন, গৌরী খান কেও দেখা যায় হাসপাতালে । জুহি চাওলা জানান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শাহরুখ খান আগামী ২৬ তারিখ তাকে মাঠে দেখা যাবে তিনি সারাক্ষণই মাঠে থাকবেন এবং গ্যালারি থেকে চিয়ার আপ করবেন তার প্রিয় কেকেআর দলকে। কেকেআরের প্রত্যেক খেলোয়াড়ের কাছেই অত্যন্ত প্রিয় তিনি। কোন ম্যাচ হারলে তিনি কখনো কারো প্রতি খারাপ আচরণ করেন না উল্টে সকলকে উৎসাহিত করেন সেই কারণেই কেকেআরের প্রতিটি খেলোয়াড়, তাদের মালিকের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। শাহরুখ একজন খুব ভালো মোটিভেটার । তিনি মাঠে থাকলে কেকেআর খেলোয়াররা উৎসাহিত হবেন। তাই আশা করা যায় আগামী ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে মালিকের সামনে ভালোই লড়াই করবে কেকেআরের খেলোয়াররা।।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post