অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু, সেই মেয়াদও ফুরিয়ে যাবে ১ জুন। রবিবার ২ জুন ফের একবার আত্মসমর্পণ করতে হবে কেজরিকে। তার আগে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ সুপ্রিমো। উচ্চ আদালতে, অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবি জানান কেজরীর বেশকিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে। তাই একাধিক শারীরিক পরীক্ষা করাতে হবে বলেই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে চান কেজরি। অন্তত সাতদিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। কোর্টে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেফতার হওয়ার পর থেকে সাত কেজি ওজন কমে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। শরীরে বৃদ্ধি পেয়েছে কেটোন লেভেল। উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে নিজেদের ইডি। পরে তার ঠিকানা হয় তিহাড় জেলে। ইডির গ্রেফতারির বিরোধিতা করে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ১০ মে কেজরিকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট।
২০১০ সালে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত সমুদ্রের উপর তৈরি যে সেতুটি উদ্বোধন হয়েছিল তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল।...
Read more
Discussion about this post