বিয়ে করতে চলেছেন শুভমন গিল।পাত্রী শুভমনের থেকে নয় বছরের বড়।ছোট পর্দার এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন শুভমন।সচিন কন্যা সারা কি তাহলে অতীত!শুভমন গিল এখন টিম ইন্ডিয়ার সঙ্গে টি-২০ বিশ্বকাপ খেলতে আমেরিকায়।কিছুদিন আগে পর্যন্তও সচিন কন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা চলছিল।গত বছর ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের আগেই সারা ও শুভমনের সম্পর্ক প্রকাশ্যে আসে।সারা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।সেখানে সারা ও শুভমন ছিলেন এক ফ্রেমে।ক্যাপশনে হৃদয়ের ইমোজি দিয়েই প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন সারা।এবার বছর গড়াতে না গড়াতেই সেই প্রেমে কি ইতি টানলেন তারা।
জল্পনা চলছে সিরিয়াল অভিনেত্রী ঋদ্ধিমা পন্ডিতের সঙ্গে প্রেম করছেন শুভমন গিল।বিয়ের খবর রটতেই তা ঝরের গতিতে ভাইরাল।তাহলে কি সারার সঙ্গে সম্পর্ক শেষ করে ঋদ্ধিমার সঙ্গে গাটছরা বাঁধছেন শুভমন!!
কবে বিয়ে করবেন শুভমন?এই প্রশ্নই এখন ঘুরছে অনুরাগীদের মাথায়।জানা যাচ্ছে 2024 এর ডিসেম্বর বিয়ে করছেন শুভমন ও ঋদ্ধিমা।
জনপ্রিয় টিভি শো নাগিনের সপ্তম সিজন থেকেই টিভিতে প্রত্যাবর্তন করছেন ঋদ্ধিমা।অভিনেত্রীর বয়স 33 বছর।জানা গেছে বিয়ের বিষয়টা গোপন রাখতে চেয়েছেন তারা।
তবে এই নিয়ে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন।সেখানে তিনি বলেছেন,যা রটছে তা মোটেও ঠিক নয়।আর এখানেই সব জল্পনার অবসান।বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যে তা এখানেই প্রমাণিত।তবুও শুভমনের বর্তমান সম্পর্ক নিয়ে জানতে কৌতূহলী তার অনুরাগীরা।
Discussion about this post