বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানকার মুদ্রা ভারতীয় রুপির থেকে অনেক দুর্বল। ফলে আপনি সেই সব দেশে গিয়ে যদি ভারতীয় মুদ্রা বিনিময় করেন তবে আপনি চট করে অনেকটা বড়লোক হয়ে যাবেন। তাই যদি আপনার বিদেশ ভ্রমণের বাসনা থাকে, তবে অবশ্যই পাশপোর্ট বানিয়ে ফেলুন। আজ আপনাদের শোনাবো এরকম কয়েকটি দেশের গল্প, যেখানে ঘুরতে গেলেও আপনার পকেট গরম থাকবে।
দিন টাকার দাম পড়ছে। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার মূল্য নিম্নমুখী। ফলে বিদেশ ভ্রমণ এখন অনেক খরচা সাপেক্ষ। তবে পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে, যেখানে ঘুরতে গেলে নিজেকে অনেক বড়লোক মনে হবে। কারণ ওই সব দেশের করেন্সি ভারতের টাকার তুলনায় অনেক কম। কারণ ভারতের এক টাকার বিনিময়ে ওই সমস্ত দেশে আপনি অনেক বেশি অর্থ পেয়ে যাবেন। আজকে আপনাদের জানাবো কয়েকটি দেশের গল্প, যেখানকার মুদ্রা ভারতের রুপীর থেকে অনেক দুর্বল। ফলে সেই দেশগুলিতে ঘুরতে গেলে আপনি নিজেকে অনেক বড়লোক বলে মনে করবেন।
ইন্দোনেশিয়া
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ইন্দোনেশিয়া একটি মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জ, যা ছোট ছোট ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত। পর্যটকদের জন্য এই দেশে অসাধারণ সমুদ্র সৈকত, হ্রদ, জঙ্গল এবং আগ্নেয়গিরির ডালি নিয়ে অপেক্ষায় থাকে। ইন্দোনেশিয়ার উবুদ, বালির সুলুবান বীচ, গিলি আইল্যান্ড, বাটাম দ্বীপ ঘুরে দেখতে খুব একটা পকেট খসবে না আপনাদের। কারণ, ভারতীয় এক রুপির বিনিময়ে আপনি পেয়ে যাবেন ১৯৬ ইন্দোনেশিয়ান রুপিয়া। তাহলে ভেবে নিন আপনি ১০ হাজার টাকা নিয়ে ইন্দোনেশিয়া গেলে সেই টাকা ভাঙিয়ে পেয়ে যাবেন প্রায় ২ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া।
কম্বোডিয়া
ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং আঙ্করভাটের বিখ্যাত মন্দির, ঐতিহাসিক প্যালেসের জন্য বিখ্যাত কম্বোডিয়া। ভ্রমণপিপাসুদের কাছে এক অন্যতম গন্তব্য নাম কম্বোডিয়া। আঙ্করভাটের প্রাচীন সুবিশাল মন্দির বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কম্বোডিয়ার রাজধানী নেমপেনের রিভার সাইড ঘুরতে প্রতিদিন হাজারো হাজারো পর্যটক ভিড় জমান। এখানকার মার্কেটও এক বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া বহু সমুদ্র সৈকত, জঙ্গলের অ্যাডভেঞ্চার এবং ঐতিহাসিক সুবিশাল প্যালেস আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। এই কম্বোডিয়ার মুদ্রা ভারতের মুদ্রার চেয়ে অনেক দুর্বল। ভারতীয় এক টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রায় ৫০ কম্বোডিয়ান রিয়েল।
নেপাল
হিমালয়ের কোলে অবস্থিত নেপাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হিন্দু প্রধান এই দেশেই রয়েছে বিখ্যাত পশুপতিনাথ মন্দির। ভগবান বুদ্ধের জন্মস্থান। এছাড়া রয়েছে প্রাণবন্ত সংস্কৃতির পীঠস্থান। পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক এবং ট্রেকার্সদের জন্য স্বর্গ হল নেপাল। অন্নপূর্ণা ও এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং নেপাল থেকেই পরিচালিত হয়। ফলে বছরভর বহু ভারতীয় পর্যটক নেপাল ঘুরতে যান। নেপাল অনেক সস্তা দেশ। কারণ এক ভারতীয় টাকায় আপনি পেয়ে যাবেন ১.৬ নেপালি রুপি। ফলে ভারতীয় মুদ্রায় ১০,০০০ টাকা নিয়ে নেপালে গেলে আপনি খরচ করতে পারবেন প্রায় ১৫ হাজার টাকা।
ভিয়েতনাম
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম এক মনোমুগ্ধকর দেশ ভিয়েতনাম। ইতিহাস, প্রাকৃতিক সম্পদ এবং রোমাঞ্চে ভরপুর সব পর্যটক কেন্দ্র পাবেন ভিয়েতনামে। রাজধানী হো চি মিন সিটির আলোড়নকারী জনজীবন এবং ঐতিহাসিক ভাণ্ডার যেমন আকর্ষণীয়। তেমনই হ্যালং উপসাগরে নিঃশব্দ নৌকাবিহার, কু চি টানেলে দমবন্ধ করা যুদ্ধের ইতিহাস দর্শন বা মেকং ডেল্টার সুবিস্তৃত ধানের ক্ষেতের পাশ দিয়ে সাইকেল ভ্রমণ। পাশাপাশি ভিয়েতনামের খাদ্যভাণ্ডার গোটা বিশ্বের কাছেই জনপ্রিয়। ফলে ভোজনরসিকদের কাছেও ভিয়েতনাম স্বর্গ। ভারতীয় মূদ্রায় এক টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রায় ৩০৪ ভিয়েতনামি ডং। ফলে আপনি যদি ১০ হাজার টাকা নিয়ে ভিয়েতনাম ঘুরতে যান, তবে আপনার পকেটে থাকবে প্রায় সাড়ে ৩ লক্ষ ভিয়েতনামি ডং।
শ্রীলঙ্কা
পাহাড়, সমুদ্র, চায়ের বাগান, ঘন জঙ্গলে পরিপূর্ণ এক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা গোটা বিশ্বের পর্যটকদের কাছেই খুব জনপ্রিয়। এছাড়া হিন্দু ও বৌদ্ধ মন্দির এবং মঠ রয়েছে শ্রীলঙ্কায়। ভারতের খুব কাছেই এর অবস্থান, তাই ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় আচার শ্রীলঙ্কায় খুব চেনা। শ্রীলঙ্কায় বেশ কয়েকটি বিশ্বখ্যাত সমুদ্র সৈকত পেয়ে যাবেন। এছাড়া নুওয়ারা চা বাগান, ইয়ালা ন্যাশনাল পার্কের অসাধারণ বন্যপ্রাণ পর্যটকদের টানে। আবার প্রাচীন অনুরাধাপুরার মন্দির, টুথ রিলিকের পবিত্র মন্দির দেখতেও অনেকে ভিড় জমান। ভারতের তুলনায় শ্রীলঙ্কার টাকার দাম অনেক দুর্বল। ভারতীয় এক টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন সাড়ে তিন টাকার বেশি শ্রীলঙ্কান রুপি। ফলে আপনি ১০,০০০ টাকা পকেটে নিয়ে শ্রীলঙ্কায় গেলে আপনি পেয়ে যাবেন প্রায় ৩৬ হাজার টাকা।
Discussion about this post