অবশেষে জামিন পেলেন হেমন্ত সোরেন। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু পরবর্তীতে সেখান থেকে আর্জি প্রত্যাহার করে নেন হেমন্ত। অবশেষে তাঁকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। এই খবর সামনে আসতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যন্ডলে এক বিশেষ বার্তায় ঝাড়খণ্ড হাইকোর্টের এই রায়কে স্বাগত জানালেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে নিজের পথ থেকে ইস্তফা দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় হেমান্তকে তাঁর রাঁচির বাসভবনে জিজ্ঞাসাবাদ করেছিল ED আধিকারিকরা। আর্থিক তছরুপ মামলায় টানা চলে প্রশ্ন উত্তর পর্ব। এরপর রাতে তাঁকে সঙ্গে নিয়েই রাজভবনে পৌঁছন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন হেমন্ত সোরেন। এরপরই তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল ED। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৬০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ছিল।তদন্তকারী সংস্থার অভিযোগ, ঝাড়খণ্ডে বিপুল সংখ্যক জমি হাতবদল হয়েছে। সরকারি জমি বেনামে জমি মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাতে বেআইনি কয়লা খাদানের কাজও চলছে। বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গেই যুক্ত হেমন্ত সোরেন। সেই মামলায় আজ জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, ইডি সূত্রে খবর, হেমন্ত সোরেনের জামিনের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের জামিন পাওয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্স হ্যন্ডলে এক বার্তায় লেখেন, আমি খুবই খুশি, এবং নিশ্চিত যে খুব শীঘ্রই তিনি মানুষের জন্য কাজ শুরু করে দেবেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তৃণমূল নেত্রী দাবি করে আসছেন, কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী শিবিরের শীর্ষনেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাদের ব্যবহার করছে। কার্যত, বিনা প্রমানেই বিরোধী নেতাদের জেলে পুড়ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের সময়ও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হেমন্ত সোরেনের জামিন পাওয়া নিয়েও তিনি নিজের অভিমত ব্যক্ত করলেন।
Discussion about this post