কলকাতাজুড়ে শুরু হয়েছিল হকার উচ্ছেদ। যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উচ্ছেদ অভিযান একমাস পিছিয়ে দেন। তিনি বেআইনিভাবে ফুটপাথ দখল করে রাখা হকারদের উদ্দেশ্যে বলেন, নিজে থেকেই সরে যাওয়ার। সরকার তাঁদের বিকল্প জায়গার ব্যবস্থা করতে পারে বলেও জানান তিনি। এই আবহে শনিবার কলকাতার নিউ মার্কেট এলাকায় বাঁধল ধুন্ধুমার কাণ্ড। নিউ মার্কেট চত্বরে হকারদের সঙ্গে স্থায়ী দোকানদারদের সংঘর্ষ বেঁধে গেল। যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদে এস এন ব্যানার্জি রোড অবরোধ করেন ব্যাবসায়ীদের একাংশ। পাল্টা বিক্ষোভ দেখান হকাররাও। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলে পুলিশ। দীর্ঘ অবরোধের জেরে ব্যস্ত এস এন ব্যানার্জি রোডে যানজটের সৃষ্টি হয়েছিল।
উল্লেখ্য, শুক্রবারই নিউ মার্কেট পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশীষ কুমারদের মতো মেয়র পরিষদরা। তাঁরা খতিয়ে দেখেন, কি ভাবে নিউ মার্কেটের রাস্তায় বসা হকারদের সরিয়ে পুনর্বাসন দেওয়া হবে সেই দিকটি। এই নিয়ে আগামীদিনে বিস্তারিত আলোচনার আশ্বাসও দিয়েছেন কলকাতার মেয়র। শনিবার ঘটনার সূত্রপাত হয়েছিল নিউ মার্কেটের এক হকার নেতার গাড়ি পার্কিং ঘিরে। রেহান খান নামে ওই নেতার দাবি, পুলিশ এবং স্থায়ী ব্যাবসায়ীদের নির্দেশেই তাঁর গাড়ি পার্কিংয়ে বাঁধা দেওয়া হয়েছে। এরপরই নিউ মার্কেটের ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। স্থায়ী ব্যবসায়ীদের দাবি, এই ঘটনার পর কয়েকজন হকার তাঁদের উপর চড়াও হয়েছেন।
হকার এবং স্থায়ী ব্যবসায়ীদের সংঘর্ষ বেঁধে যায় এই ঘটনার জেরে। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা চত্বরের নিউ মার্কেটে সারাদিন প্রচুর ক্রেতা ভিড় জমান কেনাকাটার উদ্দেশ্যে। এখানে যেমন রয়েছে শ্রীরাম আর্কেড, হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল, সিটি মার্টের মতো বড় বড় স্থায়ী বিপণী। অন্যদিকে রাস্তাজুড়ে ডালা, ভ্যান নিয়ে বসে থাকা হকারদের ভিড়েও জমজমাট থাকে নিউ মার্কেট চত্বর। যদিও নিউ মার্কেটের স্থায়ী দোকানদারদের আরও দাবি, রাস্তায় বসা হকারদের জন্য তাঁদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। অবিলম্বে তাঁদের অন্যত্র সরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, রাস্তা আটকে বা ফুটপাথ দখল করে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন তাঁদের স্থায়ী বা অস্থায়ী কাঠামো ভেঙে দিতে হবে। রাস্তা এবং ফুটপাথ দখল করে রাখা হকারদের উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দেখা গেল সেই তৃণমূলের পতাকা হাতেই নিউ মার্কেটের হকাররা এদিন বিক্ষোভ দেখিয়েছেন।
Discussion about this post