আগামী ১০ জুলাই বাগদা সহ রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন। বাগদা বিধানসভায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। শনিবার বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সর্মথনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। তবে শেষ পর্যন্ত প্রচারে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারে নেমেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে। বলেন, ‘ভোট লুঠ করে উপনির্বাচনে জিতছে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
এদিন বাগদা সিন্দ্রানী বাজারে জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল সাফ হয়ে যাবে। এদিনের সভা থেকে চব্বিশের লোকসভায় রাজ্যে বিজেপির বেহাল দশার কারণও ব্যাখা করেন তিনি। তাঁর দাবি, রাজ্যের সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল। শুভেন্দুর সংযোজন, ‘আটকাতে পেরেছে নাকি? বাগদার মাটিতে এসেছি। ওইভাবে আটকানো যায় না। ওটা এখানকার এসপি করবেন। মমতা কালকে পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মিটিং করেছে। এবং ওদের সামনে থেকে এসপি-কে ফোন করে বলেছেন, আমার এই সিট চাই। লুঠ করে জিতিয়ে দিতে হবে। উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন, আমার কাছে সমস্ত তথ্য আছে।’ অপরদিকে, এদিনই শোভন ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু। আক্রমণ করেন ফিরহাদ হাকিমকেও। শোভনের তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি, ‘ফিরহাদ হাকিমকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা।’
প্রসঙ্গত, ২০২১-র বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। তারপর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটে তাঁকে বনগাঁ থেকে প্রার্থী করেছিল শাসকদল। তার আগেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন বিশ্বজিৎ। তাই এবার এই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। ঠাকুরবাড়ি থেকে প্রার্থী দিয়ে তৃণমূল মাস্টারস্ট্রোক দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post