সন্দেশখালি মামলার তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আর্জি খারিজ করল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, সন্দেশখালিতে মহিলাদের উপর যৌন নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা হয় কলকাতা হাইকোর্টে। তাতে সিবিআই তদন্তের নির্দেশ হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় রাজ্য সরকার। গত ২৯ এপ্রিল রাজ্য সরকারের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে জানান, এই মামলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেগুলি আদালতে জমা দেওয়ার জন্য ২–৩ সপ্তাহ সময় দেওয়া হোক। তখন বিচারপতি গাভাইয়ের বেঞ্চ জানায়, শুনানি মুলতুবি থাকলেও তদন্ত প্রক্রিয়া চলবে। আর সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টের শুনানিতে বাধা দেওয়া যাবে না। এরপরই সুপ্রিমকোর্টের ওই পর্যবেক্ষণ মেনে তদন্ত চালিয়ে যায় সিবিআই।
উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ডের তদন্তভার কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চরমে টানাপোড়েন। প্রথম থেকেই ইডির দাবি ছিল, তদন্তভার দিতে হবে সিবিআইকে। কারণ, রাজ্যপুলিশ তদন্ত করলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে বলেই বার বার আদালতে তা দাবি করা হয়েছিল। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। প্রায় দু’মাস পর আজ, সোমবার সুপ্রিমকোর্টে সন্দেশখালী মামলার পরবর্তী শুনানি হল।
Discussion about this post