বিশ্বের কোটি কোটি মানুষ মেসি ম্যাজিকে মাতোয়ারা। এহেন কিংবদন্তিকে ফের একবার দেখতে চলেছে ফুটবল পাগল শহর। আগামী ১০ জুলাই বুধবার ভারতীয় সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে কোপা আমেরিকার সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা। বিপক্ষে অনেকটাই দুর্বল কানাডা। আর তার আগেই মেসিকে নিয়ে রবিবার চলে এল মেগা আপডেট। ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে কলকাতায় এসেছিলেন মেসি। সেই সময় যুবভারতীতে মেসিরা একটি প্রীতি ম্যাচও খেলেছিলেন । ভেনিজুয়েলার সাথে মাঠেও নেমেছিলেন লিও। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে বিরাট উপহার পেতে চলেছেন দুই বাংলার ফুটবল প্রেমী মানুষ।
সূত্রের খবর, ভারত এবং বাংলাদেশের পা পড়তে পারে এম এল টেনের। জানা যাচ্ছে, মেসিকে কলকাতায় দিয়ে আসছেন উদ্যোগপতি শতদ্রু দত্ত। শতদ্রুর হাতে ধরে কলকাতায় একের পর এক ফুটবল বিশ্বের মহারথীরা এসেছেন । রিষরার বাঙ্গুর পার্কের বাসিন্দার হাত ধরে পেলে ,দিয়াগো মারাদোনা, দুঙ্গা ,কাফুরা এসেছেন। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ঘুরে গিয়েছেন কলকাতা। ইতিমধ্যেই শতদ্রু মেসির বাবা জর্জ মেসির সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন। সেই ছবি শেয়ার করেছেন ফেসবুকেও ।শতদ্রূ সঙ্গে ফোনে কথা হয়েছে মেসিরও।
জানা যাচ্ছে কথাবার্তা প্রায় চূড়ান্ত ।মেসির বাবার সঙ্গে কথা বলে রীতিমতো আপ্লুত এই ক্রীড়া উদ্যোগপতি। তবে শুধু মেসি নয় রয়েছে আরো একাধিক চমক ।মেসির আরো দুই সতীর্থ অ্যাঞ্জেলো ডি মারিয়া এবং রডরিগো ডি পল ও আসছেন কলকাতায়। কোপা আমেরিকা শেষ হলেই ঠিক হয়ে যাবে,মেসি এন্ড কোম্পানি কলকাতায় কবে পা রাখবেন। শতদ্রু থেকে আরও একটি আপডেট পাওয়া গিয়েছে কলকাতায় আসতে পারেন আরো এক ব্রাজিলিয়ান মহতারকা ।যিনি আবার বার্সেলোনা ও পিএসজিতে মেসির সতীর্থ ছিলেন।তার সঙ্গেও কথাবার্তা অনেকটাই ইতিবাচক ।আগামী মাসের তার বাবার সঙ্গে বৈঠক রয়েছে শতদ্রুর। সব ঠিক থাকলে হয়তো তিনিও চলতি বছরেই পা রাখতে চলেছেন কলকাতা এবং বাংলাদেশে।
Discussion about this post